ঢাকা, ৩০ এপ্রিল- শাকিব খানকে নিয়ে একটি অনুষ্ঠান উপস্থাপনা করতে যাচ্ছেন মৌসুমী। বায়োগ্রাফি অব শাকিব খান নামের অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিকল্পনা ও প্রযোজনা করবেন আফতাব বিন তমিজ। অনুষ্ঠানে শাকিব খানের ক্যারিয়ারের নানা বিষয় ও ঘটনা সম্পর্কে আলোচনা করা হবে। তাঁর চলচ্চিত্রে আগমন, ক্যারিয়ারের মোড় ঘোরা, প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলা, ভবিষ্যৎ পরিকল্পনাসব বিষয় উঠে আসবে। শাকিব বলেন, ঈদে আমার প্রযোজিত ও অভিনীত পাসওয়ার্ড ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। ছবিটির প্রচারণার অংশ হিসেবে এই অনুষ্ঠানটি নির্মিত হচ্ছে। এটিএন বাংলাসহ আরো কয়েকটি চ্যানেলে অনুষ্ঠানটি প্রচারিত হওয়ার কথা। আমি ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বুবলী, ইমন ও পরিচালক মালেক আফসারী। এর মধ্যে পাসওয়ার্ড অর্ধশতাধিক হলে বুকিং পেয়েছে বলেও জানান শাকিব। তিনি বলেন, ছবিটির প্রচারণায় বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে সেসব জানানো হবে। এমএ/ ০৫:২২/ ৩০ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2J14aWw
April 30, 2019 at 11:49AM
30 Apr 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top