ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই বলাবলি, মেড ফর ইচ আদার। কেউবা আবার বলছেন, মাসলম্যান এখন কিসম্যান। কেউ আবার রহস্য ফাঁস করেছেন। লিখেছেন, আচ্ছা তা হলে এভাবেই শক্তি সঞ্চয় করেন আন্দ্রে রাসেল! সম্প্রতি স্ত্রী জেসিম লরার সঙ্গে আন্দ্রে রাসেলের ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকেই তাকে নিয়ে চর্চা চলছে সর্বোত্র। প্রায় প্রতি ম্যাচেই তার ঝোড়ো ইনিংস দেখতে পাচ্ছেন দর্শকরা। চলতি আইপিএলে কলকাতা সমর্থকদের কাছে তিনি এখন হয়ে উঠেছেন চোখের মণি। পরিস্থিতি যেমনই থাকুক, আন্দ্রে রাসেল ২২ গজে রয়েছেন মানে ম্যাচ বের করা সম্ভব। এমনই বিশ্বাস জুগিয়েছেন ক্যারিবিয়ান তারকা। প্রায় একার চেষ্টায় তিনি একের পর এক ম্যাচ বের করে চলেছেন। সেই রাসেলের মাঠের পারফরম্যান্স উত্তেজনায় ভরপুর। মাঠের বাইরেও স্ত্রী জেসিম লরার সঙ্গে রোম্যান্সে তিনি সমান স্বচ্ছন্দ। সেটাই যেন প্রমাণ করে গেল এই ভিডিও। যেখানে রাসেল তার স্ত্রীর সঙ্গে মেতেছেন রোম্যান্সে। রাসেলের স্ত্রী জেসিম লরা পেশায় প্রথম সারির মডেল। তিনি ডিজাইনার হিসাবেও কাজ করেন। বরাবরই স্ত্রীকে নিজের প্রিয় বন্ধু বলে এসেছেন রাসেল। এইচ/২০:৩৭/২৫ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2GBcMjH
April 26, 2019 at 02:37AM
25 Apr 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top