মুম্বাই, ১৯ এপ্রিল- গত বছর চোখের ইশারায় ঝড় তুলেছিলেন ভারতের মালয়ালাম অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার। তাঁর চোখের ইশারায় কুপোকাত হয়েছিল পুরো ভারত। এ বছর চোখ মেরে ঝড় তুললেন বলিউডের মিষ্টিকন্যা খ্যাত নায়িকা কাজল। কাজলের ইনস্টাগ্রাম পোস্টগুলো সাধারণত চোখধাঁধানো ছবি আর মজাদার স্টাইলের মিশেল। চোখে ক্লান্তি এলে ৪৪ বছরের অভিনেত্রীর সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টটিতে একবার চোখ বুলিয়ে নেওয়া যেতে পারে। ক্লান্তি দূর হয়ে যাবে! ছবিতে দেখা যাচ্ছে কাজল একটি প্রিন্টেড পোশাক পরেছেন। আর ক্যামেরার দিকে তাকিয়ে চোখ মারছেন। ক্যাপশনে লিখেছেন, সঠিক গয়নার মতোই ক্যাপশনে একটি ঠিকঠাক সেন্স অব হিউমার খুবই দরকার। হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, বুধবারের প্রজ্ঞা। ইনস্টাগ্রামে কাজলের চোখ মারার ছবিটিতে এ পর্যন্ত দুই লাখ ১৭ হাজারের বেশি লাইক পড়েছে। কয়েকদিন আগে কাজল তাঁর ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন, যেটি ছোট ছেলে যুগ দেবগনের তোলা। ওই ছবিতেও নরম ঢেউ খেলানো চুলে দৃপ্তভাবে ক্যামেরার দিকে তাকিয়েছিলেন কাজল। কাজল ও অজয় দেবগন দম্পতির দুই সন্তান। বড় মেয়ে নিশা। আর ছেলে যুগের বয়স মাত্র ৮ বছর। প্রায় যুগের তোলা ছবি সামাজিক মাধ্যমে শেয়ার দিতে দেখা যায় কাজলকে। এরই মধ্যে যুগের ক্যামেরা-সেন্সের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। তাদের মত, বড় হলে যেকোনো পেশাদার আলোকচিত্রীকেও টেক্কা দেবে যুগ। বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি অজয় দেবগন ও কাজল। তাঁদের সংসারজীবন ২০ বছরের। বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে জুটি বেঁধেছেন অজয় ও কাজল। সেগুলোর মধ্যে রাজু চাচা, পেয়ার তো হোনা হি থা, ইশক, ইউ মি অউর হাম উল্লেখযোগ্য। শোনা যাচ্ছে, অজয় দেবগনের আসন্ন তানাজি : দ্য আনসাং ওয়ারিয়র সিনেমায় দেখা যাবে কাজলকে। এ নায়িকাকে সর্বশেষ হেলিকপ্টার ইলা সিনেমায় দেখা গেছে। আর এস/ ১৯ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2IEKHL0
April 19, 2019 at 08:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top