বীরপাড়ায় ট্রাকের দুই  মুখোমুখি সংঘর্ষে মৃত ৩, জখম ২

বীরপাড়া, ৫ এপ্রিলঃ দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিনজনের । ‌শুক্রবার সকাল সাড়ে ছটা নাগাদ ঘটনাটি ঘটেছে বীরপাড়া চৌপথি থেকে এক কিমি দূরে বিরবিটি নদীর সেতুর মুখে  । মৃতদের মধ্যে  একজনের নাম জানা গেলেও বাকি দুজনের নাম এখনও পর্যন্ত জানতে পারেনি পুলিশ । জানা গিয়েছে একটি বোল্ডার বোঝাই ট্রাক ও একটি ইঁট বোঝাই ট্রাকের মধ্যে  এশিয়ান হাইওয়ের বিরবিটি সেতুর মুখে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইঁট বোঝাই ট্রাকটির খালাসি ও দুই শ্রমিকের । বীরপাড়া হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বাকি দু’জন জখম হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনার পর ব্যাপক যানজট হয় এশিয়ান হাইওয়েতে ।
ছবি ও তথ্য- মোস্তাক মোরশেদ মোরশেদ

 

The post বীরপাড়ায় ট্রাকের দুই  মুখোমুখি সংঘর্ষে মৃত ৩, জখম ২ appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2K464rw

April 05, 2019 at 09:40AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top