রাফাল চুক্তির নথি নিয়ে কেন্দ্রের আপত্তি খারিজ সুপ্রিমকোর্টে

নয়াদিল্লি, ১০ এপ্রিলঃ রাফাল চুক্তির নথি নিয়ে কেন্দ্রের আপত্তিকে খারিজ করে দিল সুপ্রিমকোর্ট। ফাঁস হওয়া নথিকেই প্রামাণ্য হিসেবে মেনে নেওয়া হবে বলে জানিয়েছে আদালত।

রাফাল চুক্তি নিয়ে কেন্দ্রকে ক্লিনচিট দিয়েছিল সুপ্রিমকোর্ট। এরপর প্রতিরক্ষা মন্ত্রকের একাধিক নথি ফাঁস হয়ে যায় সংবাদমাধ্যমে। যেখানে দাবি করা হয়, প্রধানমন্ত্রীর দপ্তর রাফাল চুক্তি নিয়ে যে সমান্তরাল সমঝোতা চালাচ্ছিল তাতে আপত্তি জানিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রক। এই খবর প্রকাশিত হওয়ার পরই আদালতের রায় পুনর্বিবেচনার দাবিতে পরপর পিটিশন দাখিল হয়। তবে এই রায় পুনর্বিবেচনার আরজি নিয়ে আপত্তি জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। সরকারের যুক্তি ছিল, প্রতিরক্ষা মন্ত্রক থেকে চুরি গিয়েছে রাফাল নথি। সংবাদমাধ্যমে ফাঁস হওয়া নথি প্রামাণ্য হিসেবে যেন বিচার না করা হয়। বুধবার সেই আপত্তি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

The post রাফাল চুক্তির নথি নিয়ে কেন্দ্রের আপত্তি খারিজ সুপ্রিমকোর্টে appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2ImCAmo

April 10, 2019 at 11:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top