বারবিশা, ৬ এপ্রিলঃ আর কিছু সময় পর বারবিশার মঞ্চে নির্বাচনি ভাষন দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নিরাপত্তা থেকে শুরু করে সভা আয়োজনে কোনোরকম খামতি রাখতে চাইছে না পুলিশ প্রশাসনের কর্তারা । মঞ্চের আনাচে-কানাচে স্নিফার ডগ এবং মেটাল ডিটেক্টর দিয়ে চলছে তল্লাশি । সভাস্থলের সার্বিক নিরাপত্তায় সকাল থেকেই ব্যস্ত পুলিশ অফিসার এবং কর্মীরা । অসম থেকে আসা সমস্ত যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে । ফোর লেনের ৩১সি জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। জাতীয় সড়কের পাশে প্রস্তাবিত বারবিশা থানা ময়দানে মুখ্যমন্ত্রীর সভাস্থল হওয়ার কারণে একটি লেন দিয়েই মস্ত যান চলাচল করছে।
দু-দিন আগেই সভার জায়গা দেখতে এসে তৃণমূলের এক জেলা নেতা বলেছিলেন, বিদায়ী সাংসদ দশরথ তিরকির নিজের জায়গাতেই দলের হাল বিশেষ ভালো নয়। সেজন্যই মুখ্যমন্ত্রীকে আসতে হচ্ছে এখানে সভা করতে। বাস্তবিকই পঞ্চায়েত ভোটে কুমারগ্রামে বড়োসড় ধাক্কা খেয়েছে দল। বিজেপি এখানে ভালোভাবেই তাদের অস্তিত্ব জানান দিয়েছে। তাছাড়া অসম সীমান্তবর্তী হওয়ায় এনআরসি-রও ভালো প্রভাব পড়েছে এই এলাকায়। সভায় মুখ্যমন্ত্রী এসব বিষয়ে কিছু বলেন কিনা, তা শোনার জন্য অপেক্ষায় রয়েছেন সকলেই।
এদিকে মুখ্যমন্ত্রীর আপ্যায়নে ব্যস্ততার শেষ নেই দলের আলিপুরদুয়ার জেলার নেতা-কর্মীদের মধ্যে। মঞ্চের সাজসজ্জা থেকে শুরু করে প্রিয় দিদিমণির আপ্যায়নে তৈরি রয়েছে আদিবাসী, মেচ, রাভা, বোড়ো, রাজবংশী সহ বিভিন্ন জনজাতির সাংস্কৃতিক দল। মুখ্যমন্ত্রীর সভাস্থল ভরাতে কোনোরকম কসুর রাখছে না দলের নেতা-কর্মীরা। সকাল থেকেই কুমারগ্রাম বিধানসভা ক্ষেত্রের বিভিন্ন প্রান্ত থেকে বাস, ট্রাক, ছোট গাড়ি বোঝাই করে লোকজন পাঠাতে চরম ব্যস্ত থাকতে দেখা গেছে তৃণমূল নেতা-কর্মীদের।
বারবিশার সভাস্থলে স্নিফার ডগ নিয়ে তল্লাশি। -ছবি ও তথ্য নৃসিংহপ্রসাদ গঙ্গোপাধ্যায়
The post অসম-বাংলা সীমান্তের বারবিশায় মমতা আজ কী বলবেন, অপেক্ষায় দলীয় কর্মীরা থেকে আমজনতা appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2FRvwer
April 06, 2019 at 12:31PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন