নয়া দিল্লী, ২৯ এপ্রিল- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ আসরে সবার আগে প্লে-অফ নিশ্চিত করে দিল্লি ক্যাপিটালস। যদিও শেষ চারের আগে তাদের হাতে আছে আরও দুই ম্যাচ। তবে তার আগেই প্রথম দল হিসাবে প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে দিল্লির। এদিকে ক্যাপিটালসের মতো দারুণ উড়ছে দলের বোলাররাও। যেমন দলের সর্বশেষ রোববারের ম্যাচে ব্যাঙ্গালুরুর বিপক্ষে জয়ের দিনে দারুণ মাইলফলক স্পর্শ করেন পেসার কাগিসো রাবাদা। দক্ষিণ আফ্রিকার এই পেসার আসরে মাত্র ১২ ম্যাচে ২৫ উইকেট তুলে নেন। যাতে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ বোলারের রেকর্ড গড়েন। এর আগে এক মৌসুমে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ছিলে আন্ড্রু টাই। আইপিএলের এক মৌসুমে সর্বোচ্চ ২৪ উইকেট শিকার করেছিলেন তিনি। আর সেটা ১৪ ম্যাচে। অথচ তার চেয়ে দুই ম্যাচ কম খেলে ২৫ উইকেট তুলে নিয়েছেন রাবাদা। চলতি আসরে রাবাদা মোট ওভার করেছেন ৪৭টি। রান দিয়েছেন ৩৬৮। আর/০৮:১৪/২৯ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2GQpyMG
April 29, 2019 at 07:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top