ঢাকা, ২৮ এপ্রিল- আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ। এদিকে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের মাটিতে উইন্ডিজ-আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ। স্বাগতিক আয়রল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের ডাক পেতে পারেন বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়া টাইগার পেসার তাসকিন আহমেদ। সোশ্যাল মিডিয়া ও ক্রিকেট পাড়ায় এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এ প্রসঙ্গে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ত্রিদেশীয় সিরিজের জন্য তাসকিনকে বিবেচনায় রাখা হয়েছে। তবে এখনও নিশ্চিত নয়। আয়ারল্যান্ডে সুযোগ পেয়ে শতভাগ দিতে পারলে বিশ্বকাপে থেকেও যেতে পারেন তাসকিন আহমেদ। প্রসঙ্গত, ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে ১ মে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। আগামী ৭ মে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম ম্যাচ খেলবে টাইগাররা। সূত্র: বিডি২৪লাইভ আর এস/ ২৮ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2IO7h4I
April 28, 2019 at 06:41PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন