মুম্বাই, ২২ এপ্রিল- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের ফাইনাল ম্যাচটি চেন্নাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ১২ মে চেন্নাইয়ের পরিবর্তে ফাইনাল হবে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। চেন্নাইয়ে হবে প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। আইপিএলের ফাইনালের ভেন্যু পরিবর্তনের কারণ হিসেবে জানা যায়, চেন্নাইয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের তিনটি গ্যালারি খোলার অনুমতি না পাওয়ায় ফাইনাল সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। সোমবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে বিনোদ রাই জানান, চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামের তিনটি স্ট্যান্ডস খোলার অনুমতি না পাওয়ায় হায়দরাবাদে আইপিএল ফাইনাল সরাতে বাধ্য হলাম। এমএ/ ১১:২২/ ২২ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2VYLESo
April 23, 2019 at 05:37AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন