কলকাতা, ২৩ এপ্রিল- ধর্মের নামে ভোট চাওয়ার তুমুল সমালোচনা করেছেন বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক ও তৃণমূলের বিদায়ী সাংসদ দেব। মঙ্গলবার পশ্চিমবঙ্গের কাটোয়ার দাঁইহাট স্কুল মাঠে বর্ধমান পূর্ব কেন্দ্রের দলীয় প্রার্থী সুনীল কুমার মণ্ডলের সমর্থনে জনসভায় দেব বলেন, এখনকার রাজনীতি একদম আলাদা। আজকের রাজনীতি হয়ে গেছে আপনারা যদি ভোট দেন তাহলে রাম মন্দির হবে, আপনারা হিন্দু, তাহলে এই দলকে ভোট দেবেন। আর আপনারা মুসলিম, তাহলে ওই দলটা আপনাদের। এভাবে ধর্মের নামে ভারতবাসীকে বিভক্ত করা হয়েছে। এই ধর্মের রাজনীতিকে তুলে ফেলে দিন। সরাসরি নাম না নিয়ে ক্ষমতাসীন বিজেপির কঠোর সমালোচনা করেন জনপ্রিয় এ নায়ক বলেন, আজকের রাজনীতি হয়ে গেছে মহাকাশটা সুরক্ষিত থাকবে, সেনারা আমাদের, তার জন্য ভোটটা দিন। কিন্তু গরিব মানুষকে নিয়ে তারা ভাবছে না। এখন ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। ধর্মের রাজনীতি করে আমাদের ওপর ব্রিটিশরা ২০০ বছর রাজত্ব করেছিল। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেন দেব। তাই তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের সুনাম করে তিনি বলেন, কেন্দ্র থেকে আমাদের দিদি বাংলার মেয়েদের জন্য অনেক টাকা বরাদ্দ এনেছেন। মঙ্গলবার কাটোয়ার দাঁইহাট স্কুল মাঠে দেব দর্শনে ভিড়ও ছিল চোখে পড়ার মতো। আর এস/ ২৩ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2ZvZ6z6
April 24, 2019 at 06:06AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন