দেশের সরকার গঠনে প্রথম ভোট নব্য ভারতীয়দের

মেখলিগঞ্জ, ১৮ এপ্রিলঃ দেশের সরকার গঠনে প্রথম ভোট দিলেন মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ির অস্থায়ী শিবিরে আশ্রয় নেওয়া সাবেক ছিটমহলবাসীরা (নব্য ভারতীয়)। উল্লেখ্য, এই অস্থায়ী শিবিরে মোট ৪৮টি পরিবার রয়েছে। মোট ভোটার সংখ্যা ১৪০ জন। পূর্বে তাঁরা বাংলাদেশের ভেতরে ভারতীয় ছিটমহলের বাসিন্দা ছিলেন। ছিটমহল বিনিময় চুক্তিতে তাঁরা পছন্দের দেশ ভারতে চলে আসেন। ভারতে এসে পঞ্চায়েত এবং বিধানসভা ভোট দিলেও দেশের সরকার গঠনে এদিনই প্রথম ভোট দিলেন তাঁরা। যা নিয়ে স্বাভাবিকভাবেই খুশি বলে জানিয়েছেন নব্য ভারতীয়রা।

সংবাদদাতাঃ গৌতম সরকার

 

The post দেশের সরকার গঠনে প্রথম ভোট নব্য ভারতীয়দের appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2v8zEC5

April 18, 2019 at 12:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top