কলকাতা, ১৮ এপ্রিল- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দত্তা অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্রে জুটি বাঁধলেন দুই বন্ধু ফেরদৌস ও ঋতুপর্ণা সেনগুপ্ত। চলচ্চিত্রটি পরিচালনা করছেন কলকাতার নির্মাতা নির্মল চক্রবর্তী। সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার বোলপুরে চলচ্চিত্রটির শুটিংয়েও অংশ নিয়েছেন ফেরদৌস। শরৎচন্দ্রের আলোচিত দত্তা উপন্যাসটি রচনা করেছিলেন ১৯১৮ সালে। হিসেরেব অনুপাতে দত্তার বয়স ছাড়িয়ে গেছে ১০০ বছর। শত বছর পেরোলেও উপন্যাসটির আবেদন ফুরোয়নি একটুও। দেবদাস থেকে শুরু করে শরৎচন্দ্রের অনেক গল্প, উপন্যাস থেকেই যুগে যুগে বহু চলচ্চিত্র নির্মিত হয়েছে। সেই ধারাবাহিকতায় একশ বছর পর এসে নির্মিত হচ্ছে দত্তা নিয়ে চলচ্চিত্র। কলকাতার র্নিমাতা নির্মল চক্রবর্তী নির্মাণ করবেন এটি।। ছবিটিতে জমিদার বনমালী বাবুর বন্ধু রাসবিহারির ছেলে বিলাসবিহারির চরিত্রে দেখা যাবে ঢাকাই চলচ্চিত্রের নায়ক ফেরদৌসকে। জমিদারের মেয়ে বিজয়ার চরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। জানা গেছে, চলতি মাসেই ছবির শুটিং শুরু হচ্ছে। পুশান্তিনিকেতনে হবে পুরো ছবির শুটিং। এতে ছবিতে অভিনয় করছেন বলে নিশ্চিত করেছেন চিত্রনায়ক ফেরদৌস নিজেই। তিনি বলেন, এই ছবিতে অভিনয়ের জন্য মাস তিনেক আগে ঋতুপর্ণা আমাকে অনুরোধ করে। তার সঙ্গে আমার সম্পর্ক এমন যে, কোনোভাবেই অনুরোধ ফেলা সম্ভব নয় আমার পক্ষে। মূলত ঋতুপর্ণার অনুরোধ রাখতেই ছবিটিতে অভিনয় করতে রাজি হই। এছাড়া শরৎচন্দ্রের মতো একজন বিখ্যাত সাহিত্যিকের লেখা উপন্যাস বলে কথা! আর/০৮:১৪/১৮ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2KPFYcb
April 18, 2019 at 04:15PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন