কানসাট পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ট্রাক চাপায় বৃদ্ধা নিহত

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট পল্লী বিদ্যুৎ সমিতির সামনে পাথর ভর্তি ট্রাক চাপায় সায়েরা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। নিহত ওই বৃদ্ধা সোনামসজিদ মির্জাপুরের মৃত মোজাহার আলীর স্ত্রী। শিবগঞ্জ থানার উপপরিদর্শক জুলহাস মৃধা জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সায়েরা বেগম উপজেলার কানসাট পল্লী বিদ্যুৎ সমিতির সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা পাথর ভর্তি (ঢাকা মেট্রো ট ১৮-২৭৪৮) নামে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান সায়েরা বেগম। ঘটনার সঙ্গে সঙ্গে ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১১-০৪-১৯


from Chapainawabganjnews http://bit.ly/2IrQgg0

April 11, 2019 at 06:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top