কামাখ্যাগুড়িতে ট্রাকের ধাক্কায় আহত যুবক, পথ অবরোধ উত্তেজিত জনতার

কামাখ্যাগুড়ি, ৮ এপ্রিলঃ ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন শংকর রায়(৩০) নামে এক যুবক। সোমবার সকাল ৯ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে কামাখ্যাগুড়ির ঘোড়ামারা রেলগেটের সামনে। জানা গিয়েছে, ট্রাকটি বালি-পাথরে ওভারলোড ছিল। এদিন ওই ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন ওই যুবক। তাঁকে কামাখ্যাগুড়ি গ্রামীন হাসপাতালে ভরতি করা হয়। পরে সেখান থেকে শিলিগুড়িতে পাঠানো হয়েছে। এদিকে এই ঘটনার পর উত্তেজিত জনতা ডাম্পার ও ট্রাক আটকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

সংবাদদাতাঃ অরিন্দম চক্রবর্তী

The post কামাখ্যাগুড়িতে ট্রাকের ধাক্কায় আহত যুবক, পথ অবরোধ উত্তেজিত জনতার appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Vt1eoY

April 08, 2019 at 12:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top