বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে সরকারের ১০ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।
উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের স্থানীয় রাজাগঞ্জ বাজারের ডিলার সিরাজ মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ইউএনও’র কাছে লিখিত দিয়েছেন ভুক্তভোগীরা। রোববার খাজাঞ্চি ইউনিয়নের গবিন্দনগর গ্রামের শামিম আহমদ ও দীপবন্দ গ্রামের বাবুল মিয়া এ অভিযোগ দেন।
অভিযোগে প্রকাশ, শামিম আহমদ ও বাবুল মিয়া সরকারের এ সেবার আওতায় ডিলার সিরাজ মিয়ার কাছ থেকে প্রথম ক’দিন চাল নেন। পরে তারাসহ আরো বেশ কিছু হতদরিদ্র পরিবারকে চাল না দিয়ে কালোবাজারে বিক্রি করেছেন তিনি। সরকারের এ সেবা থেকে বঞ্চিত রয়েছেন তারা।
ডিলার সিরাজ মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, তালিকাভুক্ত সকলকেই চাল দেয়া হচ্ছে। একটি কু-চক্রী মহল ষড়যন্ত্রমূলক ভাবে আমার বিরুদ্ধে এ অভিযোগ দিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাদ্যবান্ধব কমিটির সভাপতি অমিতাভ পরাগ তালুকদার অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তদন্তে অভিযোগ প্রমাণীত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://bit.ly/2U1H04m
April 07, 2019 at 05:46PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন