ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে শুরু হতে যাওয়া বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলে সুযোগ পেয়েছেন ক্রিস গেইল। বিশ্বকাপের ১২তম আসরের মধ্যে পঞ্চমবার খেলতে যাচ্ছেন গেইল। শুক্রবার বিকালে বিশ্বকাপ খেলতে ভারত থেকে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে যাত্রা করেন ব্যাটিং দানব ক্রিস গেইল। বিমানে উঠার আগে টুইটবার্তায় কিংস ইলেভেন পাঞ্জাবের এই তারকা ওপেনার গেইল বলেন, এটা আমার ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ। আমাকে বিশ্বকাপ দলে রাখার জন্য নির্বাচকদের ধন্যবাদ। আইপিএলের এবারের আসরে অসাধারণ পারফর্ম করেন ক্রিস গেইল। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ১০ ম্যাচ খেলে চারটি ফিফটিতে ৪৯.৩৩ গড়ে ৪৪৪ রান করেন গেইল। বিশ্বকাপে সুযোগ পাওয়ায় আইপিএলের মাঝ পথেই উইন্ডিজের বিমান ধরতে হচ্ছে তাকে। ৩০ মে ইংল্যান্ডে শুরু হবে বিশ্বকাপ। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলকে নেতৃত্ব দেবেন জেসন হোল্ডার। বিশ্বকাপের প্রথম দুই আসরে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। ১৯৭৫ ও ১৯৭৯ সালের শিরোপাজয়ী দলটি পরের আসরে ফাইনালে খেলে। ১৯৮৩ সালে ভারতের বিপক্ষে ফাইনালে হেরে যাওয়া দলটি এরপর আর সেভাবে ট্রফির লড়াইয়ে প্রতিদ্বন্দ্বীতা করতে পারেনি। এবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ১২তম আসরে জেসন হোল্ডারের নেতৃত্বে অংশ নেবে ক্যারিবীয় দলটি। বিশ্বকাপের আগে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে উইন্ডিজ। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দল জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, কার্লোস ব্রেথওয়েট, ড্যারেন ব্রাভো, শিমরন হিটমায়ার, শাই হোপ, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্স, কেমার রোচ, ওশানে থমাস, শেল্ডন কট্রেল, ফ্যাবিয়ান এলেন ও শ্যানন গ্যাব্রিয়েল। এমএ/ ০৭:১১/ ২৬ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2ZAZXyK
April 27, 2019 at 01:14AM
26 Apr 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top