কোচবিহার মেডিকেল কলেজে বহিরাগতদের ভিড় এড়াতে তত্পর আধিকারিকরা

কোচবিহার, ১৭ এপ্রিলঃ কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে বহিরাগতদের ভিড় এড়াতে এবার ময়দানে নামলেন মেডিকেলের আধিকারিকরা। ভিজিটিং আওয়ারের বাইরে রোগীদের সঙ্গে দেখা করতে পারবেন না তাঁদের আত্মীয় পরিজনরা, এরকমই নিয়ম রয়েছে হাসপাতালে। কিন্তু দেখা যায়, যখন-তখন রোগীর আত্মীয় পরিজনরা ঢুকে পড়েন হাসপাতাল ক্যাম্পাসের ভেতরে। ফলে পরিসেবা দিতে সমস্যা হয় বলে দাবি কর্তৃপক্ষের। পাশাপাশি নিরাপত্তারও সমস্যা দেখা দেয়। নিরাপত্তারক্ষী দিয়ে এবিষয়ে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিলেও কাজ না হওয়ায় বুধবার সকালে এমএসভিপি ড. রাজীব প্রসাদ, অ্যাসিস্ট্যান্ট সুপার দিব্যেন্দু দাস সহ হাসপাতালের আধিকারিকরা জরুরি বিভাগের গেটে এসে দাঁড়ান। ভিজিটিং আওয়ারের বাইরে রোগীর পরিজনরা হাসপাতালের ভেতরে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়। ভেতরে ঢুকতে না পেরে কার্যত ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিজনরা। জানা গিয়েছে, সকাল ১১টা থেকে ১২টা এবং বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত রোগীদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন তাঁদের আত্মীয় পরিজনরা। পাশাপাশি হাসপাতালের ভেতরে আনাগোনা করা যানবাহন নিয়ন্ত্রণ করেন আধিকারিকরা।

সংবাদদাতাঃ শিবশঙ্কর সূত্রধর

The post কোচবিহার মেডিকেল কলেজে বহিরাগতদের ভিড় এড়াতে তত্পর আধিকারিকরা appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2GtZDKJ

April 17, 2019 at 11:36AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top