চাঁপাইনববাবগঞ্জ শহরের মহানন্দা নদীতে খাল ঘাট এলাকায় গোসল করতে গিয়ে ডুবে সিয়াম আলী (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সিয়াম শহরের স্বরুপনগর মহল্লার বিজিবি হাবিলদার (র্যাবে কর্মরত) সাদিকুল ইসলামের ছেলে ও স্বরুপনগর শহীদ মোহর আলী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণী’র ছাত্র।
রোববার দুপুর পৌনে দুইটার দিকে ঘটনাটি ঘটে।
মৃতের বড় ভাই আওয়াল হোসেন ও সদর থানার উপপরিদর্শক (এসআই) সবুজ মিয়া জানান, স্কুল ছুটি দেয়ার পর দুপুরে কয়েক বন্ধু একসাথে মহানন্দা নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে নদীতে ডুবে যায় সাঁতার না জানা সিয়াম। বন্ধুরা তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে চিৎকার করলে আশপাশের লোকজন দৌড়িয়ে এসে নদী থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে।
পুলিশ দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছার পর আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করে।
এ ঘটনায় থানায় জিডি হয়েছে বলেও জানান উপপরিদর্শক সবুজ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৪-১৯
from Chapainawabganjnews http://bit.ly/2vqXBVb
April 28, 2019 at 10:20PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন