এসি মিলানের বিপক্ষে পিছিয়ে পড়েও সিরিএতে জিতল জুভেন্টাস। শনিবার ঘরের মাঠে মিলানকে তারা ২-১ গোলে হারিয়েছে। এদিন ক্যালিয়ারির মাঠে নায়ক হিসেবে আবির্ভূত হন মোয়েস কিন। তার জয়সূচক গোলে ধরাছোঁয়ার বাইরে চলে গেল সিআর সেভেনের দল। আগের ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন মোয়েস কিন। তাতে কী? নিজের জাত চেনাতে প্রস্তুতই ছিলেন এ তারকা। বদলি খেলোয়াড় হিসেবে নেমেই দলকে জয় এনে দেন ১৯ বছর বয়সী এ তরুণ তুর্কি। শনিবারের ম্যাচে টিয়েমো বাকায়োকোর বাড়িয়ে দেয়া বল থেকে পিয়াতেকের গোলে লিড নেয় এসি মিলান। সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে জুভেন্টাস। ডি-বক্সে পাউলো দিবালাকে ফাউল করেন মিলানের মাতেও মুসাচ্চিও। সুযোগটা হাত ছাড়া করেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। রেফারির বাঁশিতে স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে সমতায় ফেরেন। ১-১ গোলেই যেন শেষ হতে যাচ্ছিল ম্যাচটি। তবে দলের ত্রাতা হয়ে নামেন কিন। বদলি নেমে ৮৪ মিনিটে জয়সূচক গোল করেন তিনি। মিরালেম পিহানিচের পাস থেকে পেপে রেইনাকে পরাস্ত করেন ইতালিয়ান ফরোয়ার্ড। এ নিয়ে লিগের ৫ ম্যাচে ৫ গোল পেলেন তিনি। এই জয়ে ৩ পয়েন্ট আদায় করে শিরোপার খুব কাছাকাছি পৌঁছে গেছে জুভেন্টাস। ৩১ ম্যাচে ৮৪ পয়েন্টে শীর্ষে তারা। দ্বিতীয় স্থানে থাকা নাপোলি ২১ পয়েন্ট পিছিয়ে। রোববার জেনোয়ার মাঠে নেপলসরা হারলেই এই মৌসুমে ইতালিয়ান চ্যাম্পিয়ন হিসেবে আয়াক্সের মাঠে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল খেলবেন জুভরা। মানে সাত ম্যাচ আগেই নিশ্চিত হবে টানা অষ্টম সিরিএ শিরোপা। এ বিষয়টি জানতে আজ নাপোলির ম্যাচের দিকে তাকিয়ে থাকবেন জুভেন্টাস সমর্থকরা। এআর/০৭ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2UnAzxm
April 07, 2019 at 05:11PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন