কলকাতা, ২৭ এপ্রিল- এবার সরাসরি সঙ্ঘকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বললেন, কয়লা মাফিয়াদের টাকায় এখানে আরএসএস চলে। ওরা ঝাড়খণ্ড থেকে টাকা নিয়ে আসছে, এখানে খরচ করবে বলে। কেন্দ্রের সিআইএসএফ এখানে কয়লার ব্যাপারে মাফিয়াদের সাহায্য করছে। আগে আরএসএসএর নেতারা হাফপ্যান্ট পরে দৌড়ত। এখন তারা টাকা নিয়ে দৌড়য়। কেন্দ্রীয় সরকারের পুলিশের মধ্যে কয়লা মাফিয়া আছে। কয়লা মাফিয়াদের থেকে তোমরা সবচেয়ে বেশি টাকা নাও। শুক্রবার দুঘণ্টার ব্যবধানে প্রার্থী মুনমুন সেনের সমর্থনে রানিগঞ্জ এবং আসানসোলে নির্বাচনী সভা ও পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী। রানিগঞ্জের সভা হয় সিয়ারসোল মাঠে। আর আসানসোলের পোলো ময়দানে। যেখানে তিনদিন আগে নির্বাচনী সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুটো সভাতেই মমতা আরএসএসএর পাশাপাশি আক্রমণ করলেন মোদি এবং বাবুল সুপ্রিয়কে। মমতা বলেন, মোদিকে হারান। দেশ বাঁচান। উনি দেশটাকে শেষ করে দেবেন। উনি দাঙ্গা করে প্রধানমন্ত্রী হয়েছেন। আর এখানে আছে ওর শিষ্য বাবুল। যেমন লিডার তেমন তাঁর ল্যাডার। লিডার যেমন করে, শিষ্য তাই করে। রানিগঞ্জে, আসানসোলে, কুলটিতে সর্বত্র দাঙ্গা লাগায়। আপনারা কাকে এখানে সাংসদ করেছেন? মিথ্যে কথা বলে আর নাটক করে। বিজেপিকে আক্রমণ করে বলেন, ওরা হিন্দুত্ব নিয়ে বড় বড় কথা বলে। গত পাঁচ বছরে ওরা রামমন্দির করতে পারল না। আমি এখানে বিভিন্ন জায়গায় ঠাকুর পুজোর ব্যবস্থা করে দিয়েছি। পুজো মানে দাঙ্গা নয়। এটা ওরা বোঝে না। মুখ্যমন্ত্রী এদিনের সভায় খনি অঞ্চলের ধস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, এখানে ধস একটা বড় সমস্যা। পুনর্বাসনের জন্য আমরা ৪৫ হাজার বাড়ি বানাচ্ছি। ইতিমধ্যে ২৬ হাজার বাড়ি তৈরির কাজ শুরু হয়ে গেছে। ধসপ্রবণ এলাকায় মানুষের বিপদ আছে। বাঁচার জন্য আপনাদের সেখানে যেতে হবে। তবে আমরা জোর করব না। আপনাদের সঙ্গে কথা বলেই আমরা করব। ধস হলে সব লোক মারা যাবে। তার জন্যই বিকল্প ব্যবস্থা করেছি। অনেকদিন হয়ে গেছে। সময় চলে যাচ্ছে। যদি কোনওদিন ভূমিকম্প হয়, তাহলে মানুষের জীবন সঙ্কটে পড়ে যাবে।অনেক মানুষ ধসের তলায় চাপা পড়ে যাবেন। আপনারা বেঁচে থাকতে চান তো? এর পরই এখানকার আরেক সমস্যার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, এখানে জলের সমস্যা আছে। ২৮ কোটি টাকার জলপ্রকল্পের কাজ চলছে। জল পেয়ে যাবেন। কুলটিতে প্রথম পর্যায়ের কাজ চলছে। আসানসোলের কাজ শেষ হয়ে গেছে। আসানসোল নতুন জেলা হয়েছে। পুলিশ কমিশনারেট হয়েছে। রানিগঞ্জে দ্বারকানাথ ঠাকুরের স্মৃতিতে একটা কাজ করতে হবে। ভোটের সময় তো কিছু বলা যাবে না। পর্যটন দপ্তরকে বলা হবে। যদি একটা রাস্তা তাঁর নামে করা যায়। নতুন জেলার এই কয়েক বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আসানসোলে ৬৫ কোটি টাকা ব্যয়ে ৩০০ শয্যার মাল্টিসুপার হাসপাতাল করা হয়েছে। অপারেশন থিয়েটার আর প্রসূতি বিভাগের জন্য পরে আরও ৪ কোটি টাকা দেওয়া হয়েছে। ইস্কোতে ৪০ কোটি টাকা বিনিয়োগের জন্য জমি দিয়েছে তঁার সরকার। অজয় নদের ওপর ১৬৫ কোটি টাকা খরচ করে নতুন সেতু হচ্ছে বর্ধমানপানাগড়কে জুড়ে দেওয়ার জন্য। কেন্দ্র বঞ্চনা, জুলুমবাজি করছে বলেও অভিযোগ করেন মমতা। তাঁর কথায়, নরেন্দ্র মোদি বলেছিলেন কালো টাকা আনবেন। সেই জায়গায় মানুষের পকেট কাটছেন। মজদুররা কাঁদছে। মাবোনেদের কাছে পয়সা নেই। গরিব লোকদের দেখার কেউ নেই। লড়াই করতে হয়। ওঁরা বলেছিলেন সবার অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে ভরে দেবেন। দিয়েছেন? দেননি। উল্টে নোটবন্দি করে আপনাদের পকেটমারি করে দিয়েছেন। ওঁরা বাংলাকে কী দিয়েছেন? কিচ্ছু না। এখানে জিরো পাবেন। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে থাকেন। তাই বাংলাকে ওঁরা সহ্য করতে পারেন না। মোদি আমাদের টাকা দেন না। বলেন, অনেক টাকা দিয়েছি। যেন ওঁর বাড়ি থেকে টাকা দিচ্ছেন। সব জায়গায় হারবেন। ওঁর অবস্থা বসন্তের কোকিলের মতো। কুহু কুহু করে উনি ভোটপাখি হয়ে গেছেন। মমতা বলেন, এবার আমরা ৪২এ ৪২ পাব। এবার বাংলা পথ দেখাবে। আমরা আগামী দিনে দেশ চালাব। দেশ ভাঙতে দেব না। মোদি আগে নিজেকে চাওয়ালা বলতেন। এখন বলছেন চৌকিদার। আমাদের চাই নেতাজির মতো নেতা। চৌকিদার চাই না মোদির মতো। এই বাংলায় আমরা অনেক কাজ করেছি। এদিন আসানসোলের সভার পর মমতা আসানসোলের গির্জা মোড় থেকে রাহা লেন পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তায় কয়েক হাজার মানুষকে নিয়ে পদযাত্রা করেন। সঙ্গে ছিলেন মুনমুন সেন, মলয় ঘটক, জিতেন্দ্র তেওয়ারি, তাপস ব্যানার্জি, অভিজিৎ ঘটক, দীপ্তাংশু চৌধুরি প্রমুখ। এইচ/১১:৩২/২৭ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2UZYxyX
April 27, 2019 at 05:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top