লালুর জামিনের আবেদন খারিজ করল সুপ্রিমকোর্ট

নয়াদিল্লি, ১০ এপ্রিলঃ পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত আরজেডি প্রধান লালু প্রসাদের জামিনের আবেদন খারিজ করে দিল সুপ্রিমকোর্ট। ওই মামলায় দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে হাজতবাস করছেন লালু।

কয়েক কোটি টাকার পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় ১৪ বছরের জন্য লালুকে হাজতবাসের নির্দেশ দিয়েছিল আদালত। ইতোমধ্যেই তিনি ২৪ মাস জেলে রয়েছেন বলে জানিয়ে তাঁর জামিনের আবেদন করা হয়েছিল সুপ্রিমকোর্টে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ সেই আরজি খারিজ করে দিয়ে জানিয়েছে, ১৪ বছরের তুলনায় ২৪ মাস কিছুই নয়।

লালুর পক্ষে সওয়াল করতে গিয়ে শীর্ষ আইনজীবী কপিল সিবাল বলেন, ‘লালুর থেকে কোনও টাকা উদ্ধার হয়নি। ষড়যন্ত্রের অপরাধে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।’ এপ্রসঙ্গে সুপ্রিমকোর্ট বলেছে, ‘মামলার এই দিকগুলি বিচার করবে হাইকোর্ট। এখানে শুধু জামিনের আবেদনের শুনানি চলছে।’

The post লালুর জামিনের আবেদন খারিজ করল সুপ্রিমকোর্ট appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2P3gJSm

April 10, 2019 at 01:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top