মহানন্দা নদীতে ডুবে এক শিশু’র মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচর পুরাতন সিএন্ডবি ঘাট এলাকায় সোমবার মহানন্দা নদীতে ডুবে মোহিন নামে দশ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই এলাকার মিঠুন আলীর ছেলে ও ফুলকুঁড়ি ইসলামিক একাডেমির দ্বিতীয় ¤্রিেণর ছাত্র। একই এলাকায় সে তার নানা মাতব্বর আলীর বাড়িতে থেকে পড়াশোনা করত। 
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এসআই) মজিবুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ষ্টেশন অফিসার মিনহাজ উদ্দিন জানান, মোহিন দুপুরে বাড়ি থেকে বের হবার পর দীর্ঘক্ষণ নিখোঁজ থাকালে পরিবারের পক্ষ থেকে খোঁজাখুজি শুরু করে। বিষয়টি তারা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেয়। প্রায় ৩ ঘন্টা পর স্থানীয় একটি শিশুর দেয়া তথ্যে এলাকাবাসী নদীতে খোঁজ শুরু করলে সন্ধ্যা ৬টার দিকে নদী থেকে মাহিনের মরদেহ উদ্ধার হয়।
এদিকে, খবর পেয়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের একদল ডুবুরী ঘটনাস্থলে আসালেও তাদের আসার আগেই মরদেহ উদ্ধার হয়। ।
মাহিনের করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-০৪-১৯


from Chapainawabganjnews http://bit.ly/2v47Tue

April 15, 2019 at 09:15PM
15 Apr 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top