ওয়েব ডেস্ক, ১১ এপ্রিলঃ লোকসভা নির্বাচনের প্রথম দফায় আজ ১৮টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯১টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। বিক্ষিপ্ত গোলমাল হলেও কোথাও এখনও পর্যন্ত বড়ো কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। একদফায় এদিনই ভোট হয়ে যাচ্ছে অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গনা ও উত্তরাখণ্ডে। প্রথম দফার ভোট হচ্ছে পশ্চিমবঙ্গসহ অসম, বিহার, ওডিশা, ঝাড়খণ্ড, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মনিপুর ও ত্রিপুরায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঁচ সেনাপতির ভাগ্য পরীক্ষা হচ্ছে আজ। নাগপুরে নিতীন গড়করি, অরুণাচল পশ্চিম আসনে কিরেন রিজিজু, গাজিয়াবাদে জেনারেল ভিকে সিং,বাঘপাটে সত্যপাল সিং ও গৌতম বুদ্ধ নগরে মহেশ শর্মার ভাগ্য নির্ধারণ হয়ে যাচ্ছে এই দফার ভোটেই।
ছবিঃ কোচবিহারে সুনীাতি আকাদেমির এক বৃদ্ধাকে বুথে নিয়ে যাচ্ছেন মহিলা আধা সেনা।– শিবশংকর সূত্রধর
The post মোদির পাঁচ সেনাপতির ভাগ্যপরীক্ষা আজ appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2UMMT9H
April 11, 2019 at 11:14AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন