ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নিয়ম অনুযায়ী, একই সঙ্গে ক্রিকেটবিষয়ক দুই পদে বহাল থাকতে পারবেন না কোনো কর্মকর্তা। যে কারণে বিপাকে পড়েছিলেন সৌরভ গাঙ্গুলী। কাটছাঁট করেই ইস্যুটি থেকে রেহাই পান তিনি। তবে এবার গাঙ্গুলীর সেই আপদে পড়েছেন শচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষণ। ভারতের দুই মহাতারকাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে ভারত ক্রিকেট বোর্ড-বিসিসিআই। ভারতের ক্রিকেট অ্যাডভাইজার কমিটির (সিএসি) দুই সদস্য শচীন ও লক্ষণ। তারপরও দুইজনই আইপিএলে দুটি ফ্রাঞ্চাইজির গুরুত্বপূর্ণ পজিশনে রয়েছেন। মুম্বাই ইন্ডিয়ানসের উপদেষ্টা হিসেবে কাজ করছেন টেন্ডুলকার। আর সানরাইজার্স হায়দরাবাদে উপদেষ্টার ভূমিকায় আছেন লক্ষণ। বিষয়টি বিসিসিআইয়ের নিয়মবহির্ভূত। তাই দুই সাবেক তারকাকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে বোর্ড। এমএ/ ০৭:২২/ ২৫ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2GvP8oU
April 26, 2019 at 01:26AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top