ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে দুর্দান্ত খেলছেন ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল ও ক্রিস গেইল। ব্যাটে বলে অলরাউন্ড নৈপুণ্য দেখাচ্ছেন রাসেল। ব্যাটিংয়ে ঝড় তুলে গেলইকেও ছাড়িয়ে গেছেন ক্যারিবিয়ান দৈত্য আন্দ্রে রাসেল। এবারের আইপিএলে পাঞ্জাবের হয়ে খেলে চার ম্যাচে ১৪৪ রান সংগ্রহ করেন ক্রিস গেইল। তার স্ট্রাইক রেট ১৫৮.২৪। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা আন্দ্রে রাসেল চার ম্যাচে করেছেন ২০৭ রান। তার স্ট্রাইক রেট ২৬৮. ৮৩। এবারের আইপিএলে গেইল এ পর্যন্ত মোট ১৩টি চার ও ১০টি ছক্কা হাঁকিয়েছেন। আর রাসেল ১২টি চার ও ২২টি ছক্কা হাঁকিয়েছেন। শুধু গেইলই নন! স্ট্রাইকরেট এবং সর্বোচ্চ ছক্কা হাঁকানোর দিক থেকে এবারের আইপিএলে শীর্ষে রয়েছেন আন্দ্রে রাসেল। তার স্ট্রাইকরেট ২৬৮.৮৩। এটা আইপিএলের ১২ বছরের ইতিহাসে সেরা। তার ঠিক পরেই আছেন পিযুষ চাওলা। কলকাতার এই লেগ স্পিনারের স্ট্রাইকরেট ২৪০। আইপিএলের চলতি আসরে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ২২টি ছক্কা হাঁকিয়েছেন আন্দ্রে রাসেল। ১২টি ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় পজিশনে আছেন কলকাতার ব্যাটসম্যান নিথিশ রানা। তবে চার মারার দিক থেকে শীর্ষে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। তিনি হাঁকিয়েছেন ৩০টি চার। দ্বিতীয় পজিশনে থাকা অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার হাঁকিয়েছেন ২৩টি চার। তবে এবারের আসরে রান সংগ্রহের দিক থেকে শীর্ষে আছেন হায়দরাবাদের ওপেনার ডেভিড ওয়ার্নার। শনিবারের আগে ৪ ম্যাচ খেলে এক সেঞ্চুরি এবং দুই ফিফটির সাহায্যে সংগ্রহ করেন ২৬৪ রান। তারই সতীর্থ জনি বেয়ারস্টো এক সেঞ্চুরির সাহায্যে সংগ্রহ করেন ২৪৬ রান। রান সংগ্রহের দিক থেকে শীর্ষ তিনে আছেন আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সের এই ব্যাটিং দানব ৪ ম্যাচে সংগ্রহ করেন ২০৭ রান। এমএ/ ১০:০০/ ০৬ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2FYa1Zr
April 07, 2019 at 04:20AM
07 Apr 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top