মাসুদপুর সীমান্তের কাছে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের কাছে ধানক্ষেতে এক যুবকের লাশ পাওয়া গেছে। শনিবার সকালে স্থানীয়রা ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে। নিহত যুবকের নাম বিশু (২১), সে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া চটকপাড়া গ্রামের তৈমুর রহমানের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফের শোভাপুর ক্যাম্পের জোয়ানদের গুলিতে ভোর রাতের কোন একসময় গুলিবিদ্ধ হয়ে পালিয়ে আসার সময় বাংলাদেশের ভুখন্ডে মারা গিয়েছে বিশু।  স্থানীয়রা আরো জানায় বিশুসহ বেশ কয়েকজন গতকাল রাতে ভারতে গরু আনতে গিয়েছিলো।
এ বিষয়ে ৫৩ বিজিবির অধিনায়ক কর্নেল সাজ্জাদ সরোয়ার বলেন, সীমান্ত থেকে ২ কিলোমিটার দূরে ধানক্ষেতে লাশ পড়ে থাকার কথা আমরাও শুনেছি, পরে বিএসএফের সাথেও যোগাযোগ করা হয়েছে, তারা সীমান্তে গোলাগুলির কথা অস্বিকার করে।

এদিকে পুলিশের একটি দল লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে । শিবগঞ্জ থানার এসআই মুকুল চন্দ্র জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০৪-১৯




from Chapainawabganjnews http://bit.ly/2IIGS7D

April 20, 2019 at 11:27AM
20 Apr 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top