ঢাকা, ০৬ এপ্রিল- নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফেরার মাত্র পাঁচ দিনের মাথায় গত ২১ মার্চ বিয়ে করেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। খুলনা শহরের খালিশপুরে কনের বাড়িতে বিয়ে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। এ সময় উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠজনরা। বিয়ের পরে ঢাকায় ফিরে ইতিমধ্যে মাঠে নেমেছেন মিরাজ। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আবাহনীর জার্সিতে এরই মধ্যে তিনটি ম্যাচ খেলেছেন ২১ বছর বয়সী এই ক্রিকেটার। মিরাজ আজ শনিবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়েছেন স্ত্রী রাবেয়া আখতার প্রীতিকে নিয়ে। এ সময় তিনি স্ত্রীকে শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি একাডেমি মাঠ, জিমনেশিয়াম আর বিসিবি একাডেমি ভবন ঘুরে দেখান। এ সময় মিরাজের মুখে ছিল লাজুক হাসি। সতীর্থসহ মাঠে যারাই উপস্থিত ছিলেন তাদের সঙ্গে স্ত্রীকে পরিচয় করিয়ে দেন মিরাজ। এমএ/ ১১:২২/ ০৬ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Un5l9u
April 07, 2019 at 05:24AM
07 Apr 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top