সুমন কাঞ্জিলাল, আলিপুরদুয়ারঃ মুখ্যমন্ত্রী উদ্বোধন করার ২ মাস পরেও আলিপুরদুয়ার মহিলা কলেজের নতুন ভবনে পঠনপাঠন শুরু হয়নি। প্রায ৬ কোটি টাকা খরচ করে উত্তরবঙ্গ উন্নযন দপ্তর আলিপুরদুয়ার মহিলা কলেজের নতুন তিনতলা ভবন নির্মাণ করার পরেও এখনও সেখানে ছাত্রীদের পঠনপাঠন শুরু না হওযায ছাত্রী ও শিক্ষক মহলে অসন্তোষ দেখা দিয়েছে। কলেজের ছাত্রী ও শিক্ষকদের অনেকেই মনে করছেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের গাফিলতির জন্যই নতুন ভবনে পঠনপাঠন শুরু করা যায়নি। বাধ্য হয়ে ছাত্রীদের এখনও পুরোনো বিল্ডিংয়ের বারান্দায় বসে পরীক্ষা দিতে হচ্ছে। লোকসভা ভোটের মুখে আলিপুরদুয়ার জেলাজুড়েই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বিভিন্ন অসম্পূর্ণ কাজ নিয়ে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসকদল। যদিও একথা মানতে চাননি তৃণমূল কংগ্রেসের নেতারা।
২০১৬ সালে উত্তরবঙ্গ উন্নযন দপ্তর আলিপুরদুয়ার মহিলা কলেজের নতুন তিনতলা ভবনের জন্য ৫ কোটি ৭১ লক্ষ টাকা বরাদ্দ করে। কাজও হয় দ্রুতগতিতে। চলতি বছর জানুযারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং সফরে এসে সেখান থেকেই গার্লস কলেজের নতুন বিল্ডিংয়ের উদ্বোধন করেন। কিন্তু ওই ভবনে এখনও ক্লাস শুরু করা যায়নি। আলিপুরদুয়ার মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমিতাভ রায় বলেন, ভবন নির্মাণের কাজ শেষ হলেও রাস্তার জন্য নতুন ভবনে ঢোকা যাচ্ছে না। নতুন ভবনের প্রবেশ ও বের হওযার পথে পেভার্স ব্লক লাগানোর কাজ শুরু হয়েছিল। কলেজের জমি নীচু হওযায় বর্ষায় এখানে জল জমে যায়। সেজন্য পেভার্স ব্লক দিয়ে উঁচু করে রাস্তা তৈরি করার কথা। কিন্তু রাস্তা তৈরির কাজ অসম্পূর্ণ থাকায় নতুন ভবনে যাতাযাত করাই যাচ্ছে না। তিনি জানান, অল্প বৃষ্টিতেই ওই এলাকায় জল জমে যাচ্ছে। জমা জল বের হওযারও কোনো ব্যবস্থাও নেই।
অপরদিকে, নতুন ভবনে পঠনপাঠনের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর আসবাবপত্রের জন্য কোনো টাকা বরাদ্দ না করায় সেখানে ক্লাস শুরু করা যাচ্ছে না। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, নতুন ভবনে মোট ২৬টি ক্লাসরুম আছে। কলেজের ফান্ড থেকে এই নতুন ভবনের আসবাবপত্র কেনা সম্ভব নয়। তাই আসবাবপত্রের জন্য আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাছে আবেদন জানিয়েছিলাম। আসবাবপত্রের জন্য আমরা একটি ফার্নিচার নির্মাতা সংস্থাকে দিয়ে প্রায ১ লক্ষ ২০ হাজার টাকার একটি কোটেশন উত্তরবঙ্গ উন্নযন দপ্তরের কাছে পাঠিয়েছিলাম। কিন্তু তারা তা নাকচ করে দিয়েছে। মহিলা কলেজের ছাত্রীরা বলেছেন, নতুন ভবন তৈরি হওযার পর তাঁরা খুবই খুশি হয়েছিলেন। মুখ্যমন্ত্রী তা উদ্বোধন করে দিয়েছিলেন। কিন্তু তাঁরা এখনও সেখানে ক্লাস করতে পারছেন না। নতুন ভবনে ঢোকার রাস্তা তৈরি না হওযায় তাঁদের অসুবিধা হচ্ছে।
The post আলিপুরদুয়ার মহিলা কলেজের কাজ শেষ করেনি রবির দপ্তর appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2YTlZw5
April 06, 2019 at 01:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন