সবার শেষে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দুইবারের বিশ্বজয়ী ওয়েস্ট ইন্ডিজ। একে একে বাকি ৯টি দেশ নিজেদের বিশ্বকাপ দল ঘোষণা করে দিলেও অপেক্ষায় রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ। অবশেষে দল ঘোষণা করল উইন্ডিজ ক্রিকেট বোর্ড। এই দলে জায়গা হয়েছে ক্রিস গেইল, আন্দ্রে রাসেলদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের। শুধু বুড়ো আর অভিজ্ঞদেরই নয়, জায়গা হয়েছে শিমরন হেটয়মেয়ার কিংবা নিকোলাস পুরানদের মতো তরুণ ক্রিকেটারদেরও। এবারের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ চমক দেখাবে বলে মত দিয়েছেন সাবেক, বর্তমান ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজের ১৫ সদস্যের দল: জেসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, কার্লোস ব্রেথওয়েট, ড্যারেন ব্রাভো, শেলডন কটরেল, শেনন গ্যাব্রিয়েল, ক্রিস গেইল, শিমরন হেটমেয়ার, শাই হোপ (উইকেট-রক্ষক), এভিন লুইস, অ্যাশলে নার্স, নিকোলাস পুরান (উইকেট-রক্ষক), কেমার রোচ, আন্দ্রে রাসেল ও ওশানে থমাস। বিশ্বকাপ মিশন শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজ খেলবে ত্রিদেশীয় সিরিজ। আয়ারল্যান্ডে অনুষ্ঠিত এই সিরিজে আরেক প্রতিপক্ষ বাংলাদেশ। যদিও বিশ্বকাপ দলের অনেকেই নেই ত্রিদেশীয় সিরিজের দলে। এমএ/ ০০:২২/ ২৫ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2ISje8V
April 25, 2019 at 06:35AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন