আইপিএল শুরুর আগে তাক লাগিয়ে দিয়েছেন।যা শুনলে আপনার চোখ কপালে বসবে।যে ক্রিকেটারের নিলামে বেস প্রাইস ছিলো ২০ লক্ষ টাকা কিন্তু নিলামের পরে সেই ক্রিকেটার বিশ্বকে চমক দিয়েছিলেন।৮ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে কিংস ইলেভেন পাঞ্জাব কিনে নেয় তাকে।বলছি ভারতের রহস্যময় স্পিনার বরুণ চক্রবতীর কথা। সেই বরুণ চক্রবর্তীর কাছে দুঃস্বপ্নের মতোই বলা যেতে পারে দ্বাদশ আইপিএল।এই বিশাল অঙ্কের ক্রিকেটার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাত্র একটি ম্যাচ খেলেছেন। কেকেআর-এর বিরুদ্ধে বরুণ তিন ওভার হাত ঘুরিয়েছিলেন। খরচ করেছেন ৩৫ রান। মিস্ট্রি স্পিনার নিলেন মাত্র একটি উইকেট! অথচ নিলামে ঢক্কানিনাদ করে নেওয়া হয়েছিল তাকে। এবার সেই ক্রিকেটারকে নিয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের তরফ থেকে জানানো হয় দুঃসংবাদ। জানিয়ে দেওয়া হয়, বরুণের আঙুলে চিড় ধরেছে। টিম ম্যানেজমেন্ট বরুণকে নিয়ে এখনও আশাবাদী। কিংস ইলেভেন পাঞ্জাবের সিইও সতীশ মেনন বলেন, বরুণ চোট পেয়ে গেল, এটা সত্যিই দুর্ভাগ্যজনক। ক্রিকেটে চোট আঘাত হতেই পারে। তবে আমরা আশা করছি ও দ্রুত সুস্থ হয়ে উঠবে। কিন্তু কবে নামবেন বরুণ তা এখনও পরিষ্কার নয়। এমএ/ ০৫:২২/ ১৮ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2VTximi
April 18, 2019 at 11:31PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন