আর মাত্র এক মাস। তারপরেই শুরু হতে যাচ্ছে ইংল্যান্ড বিশ্বকাপ। ইংল্যান্ডের মাঠগুলোর উইকেটের সাম্প্রতিক ইতিহাস ঘাটলে স্পষ্ট হয়ে গেছে যে, এবার রান উৎসব হবে। প্রতিযোগী দলগুলোও সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। শিরোপার অন্যতম দাবিদার অস্ট্রেলিয়ার তারকা হার্ডহিটার গ্লেন ম্যাক্সওয়েলও মনে করছেন, এবারের আসরে রানের বন্য বইবে। এজন্য বোলারদের সতর্কও করে দিয়েছেন ইংলিশ ক্লাব ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলে চলা এই অল-রাউন্ডার। চলতি মাসেই ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটে ওয়ানডে ম্যাচে ৪০৬ এবং ৪১৭ রানের দুটি হাই স্কোরিং ম্যাচ হয়েছে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে ট্রেন্টব্রিজে; যেটি এবারের অন্যতম প্রধান বিশ্বকাপ ভেন্যু। গত জুনে এই মাঠেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮১ রানের পাহাড় গড়েছিল ইংল্যান্ড। তাছাড়া ২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে তিনটি ৪০০ ছোঁয়া ইনিংস দেখা গিয়েছে। যা আরও তাতিয়ে দিচ্ছে ম্যাক্সওয়েলকে। অস্ট্রেলিয়ার একটি রেডিওকে দেওয়া সাক্ষাতকারে এই পাওয়ার হিটার বলেছেন, এই ভেন্যুতে (ট্রেন্টব্রিজ) সর্বশেষ দুই ম্যাচে ১০০ ওভারে ৯০০ রান চেজ করার অভিজ্ঞতা আছে আমার। এই বিশ্বকাপে যদি কোনো ৪০০ ছোঁয়া ইনিংস দেখা না যায়, তবে আমি অবাকই হব। ইংল্যান্ডের মাঠগুলোর উইকেট এখন ব্যাটসম্যানদের জন্য স্বর্গ। আউটফিল্ড খুব দ্রুত। শুনতে খারাপ লাগলেও বলতে বাধ্য হচ্ছি যে, এখানে বোলারদের জন্য তেমন কিছুই থাকবে না। এমএ/ ০৪:১১/ ২৯ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2V3ubMb
April 29, 2019 at 10:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top