গোমস্তাপুরে বৈদ্যূতিক খুঁটি ভেঙ্গে পড়ে পথচারী নিহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় দেহের উপর বৈদ্যূতিক খুঁটি ভেঙ্গে পড়ে মো. আলেক (৫০) নামে একজন পথচারী নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আলেক রহনপুর মসকোল গ্রামের মৃত. জেহের আলীর ছেলে।
রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্র উপপরিদর্শক (এসআই) লালন কুমার দাস জানান, পুরাতন বৈদ্যূতিক খুঁটির স্থলে নতুন খুঁটি স্থাপনের সময় তার পরিবর্তন করা হচ্ছিল। এসময় পুরাতন খুঁটিটি পথচারী আলেকের উপর ভেঙ্গে পড়ে। এতে আহত আলেককে উদ্ধার করে হাসপাতালে নেবার পথে তিনি মারা যান।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ বলেও জানান উপপরিদর্শক লালন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৪-১৯


from Chapainawabganjnews http://bit.ly/2GxGPu1

April 17, 2019 at 08:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top