কলকাতা, ০১ এপ্রিল- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একইদিন একই এলাকা থেকে নির্বাচনী প্রচার সভা শুরু করতে চলেছেন৷ উত্তরবঙ্গের শিলিগুড়িতে আগামী ৩ এপ্রিল সভা করবেন মোদি, আর ওই দিন বিকেলে কোচবিহারের দিনহাটায় পালটা সভা করবেন মমতা৷ নরেন্দ্র মোদির জনসভার কর্মসূচি ঘোষণা করা হয় আগেই। পরে ওইদিনই কোচবিহারের দিনহাটায় তৃণমূল নেত্রীর প্রচার অভিযানের ঘোষণা দেন। একদিন এগিয়ে হঠাৎ মোদির সভার দিনই দিনহাটায় সভা করার কর্মসূচি প্রসঙ্গে তৃণমূল নেতারা বলছেন, পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল। নিজের রাজ্যেই মমতার নির্বাচনী সভার আগে প্রধানমন্ত্রী এসে সভা করছেন৷ যা ভোটারদের কাছে ভুল বার্তা বয়ে নিয়ে যেতে পারে৷ তাই তড়িঘড়ি সভার দিন এগিয়ে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, উত্তরবঙ্গে নির্বাচনী সভায় তৃণমূলের কড়া সমালোচনা করবেন মোদি৷প্রধানমন্ত্রীর মাপের একজন ব্যাক্তিত্বের সমালোচনার জবাব নিজেই দেবেন মমতা৷ তাই কালবিলম্ব না করে মোদির প্রচারের দিনই পাশের জেলায় সভা করে তাক লাগাতে চাইছেন তৃণমূল নেত্রী৷ অন্যদিকে, জনসভায় ভিড়েও কে কাকে টেক্কা দিতে পারে তার উপরও নির্ভর করছে ভোটের আগে বিজেপি ও তৃণমূলের শক্তি প্রদর্শনের বিষয়টি৷ আগামী ১ এপ্রিল ভোট রাজ্যের উত্তরের দুটি আসন কোচবিহার ও আলিপুরদুয়ারে৷ ১৮ এপ্রিল ভোট রয়েছে জলপাইগুড়ি, দার্জিলিং ও রায়গঞ্জে৷ ২৩শে এপ্রিল ভোট মালদা উত্তর, দক্ষিণ এবং বালুরঘাটে৷ ৩ তারিখের সভা মোদী-মমতার সভায় ভিড় জমাবেন এই সব জেলার মানুষরাই৷ সুতরাং বুধবাররের প্রচার মহারণে ঘিরে এখন ঘুঁটি সাজাতে ব্যস্ত পদ্ম ও জোড়া-ফুল শিবির৷ মোদী-মমতা একে অপরকে আক্রমণে আস্তিন থেকে কি তাস বাড় করে তা দেখার অপেক্ষায় রাজ্যবাসী৷ এমএ/ ০৯:০০/ ০১ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2FQye5q
April 02, 2019 at 03:31AM
01 Apr 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top