বহরমপুর, ৩০ মার্চ-লোকসভা নির্বাচনের আগে ফের শক্তি বৃদ্ধি কংগ্রেসের। মুর্শিদাবাদ জেলা যা কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। সেখানে নিজেদেরহাত শক্ত করল কংগ্রেস। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করল কান্দির কুমারসন্ড গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ১৫০ তৃণমূল কর্মী সদস্য এবং লালগোলা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হারুন অল রসিদের নেতৃত্বে প্রায় ২৫ জন কর্মী সমর্থক। আজ শনিবার দুপুরে বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে বিদায়ী সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে তারা কংগ্রেসে যোগদান করেন। লোকসভা নির্বাচন ঘোষণা হতেই মুর্শিদাবাদ জেলা জুড়ে প্রায় দিনই কংগ্রেসে যোগদানের খবর পাওয়া যাচ্ছে। এদিন জেলা কংগ্রেস কার্যালয়ে অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে শাসক দল থেকে কংগ্রেসে যোগদান করেন কর্মী সমর্থকেরা। এদিন যোগদান শেষে সাংবাদিক বৈঠক করে অধীর রঞ্জন চৌধুরী বলেন এতো হিমশৈলের চুড়া মাত্র, আগামী কিছু দিনের মধ্যে আর বহু মানুষ কংগ্রেসে যোগদান করবে। কংগ্রেসে যোগদানকারী লালগোলা ব্লক জুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হারুন অল রসিদ বিস্ফোরক অভিযোগ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উন্নয়ন করার কথা বলেন। কিন্তু ছাত্র জুবদের কর্ম সংস্থানের কথা মনে রাখেন না। ৭ বছরে মাত্র একবার এস এস সি নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছে। এদিকে সংখ্যালঘু ভোটারদের উন্নয়নের কথা বলেন আর অন্যদিকে অনশণরত চাকরি প্রার্থীদের উপর আজানের সময় নির্বিচারে মারা হয়। ন্যার্জ্য আদায়ের জন্য বেকার ছাত্র যুবদের কর্ম সংস্থানের দাবিতে একমাত্র কংগ্রেসই লড়াই করছে তাই আগামী দিনে এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে কংগ্রেসে যোগদান। সূত্র: kolkata24x7 আর এস/ ৩০ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2WR4ZFa
March 31, 2019 at 02:26AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top