আন্তর্জাতিক আঙিনায় যাত্রার পর থেকেই আলো ছড়িয়ে যাচ্ছেন রশিদ খান। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগেও সমান কার্যকরী তিনি। চলমান আইপিএলেও দ্যুতি ছড়াচ্ছেন আফগান স্পিন জাদুকর। গেল শুক্রবার রাজস্থান রয়্যালসকে ৫ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। নেপথ্য নায়ক রশিদ। প্রথমে ব্যাট করে ২ উইকেটে ১৯৮ রান করে রাজস্থান। হায়দরাবাদের সব বোলার মার খেলেও স্বমহিমায় উজ্জ্বল ছিলেন তিনি। ঝড়ের মধ্যে সতীর্থ বোলাররা খড়কুটোর মতো উড়ে গেলেও ৪ ওভারে মাত্র ২৪ রান দেন বোলিং বিস্ময়। ঝুলিতে ভরেন ১ উইকেট। পরে ব্যাট হাতেও চমক দেখান রশিদ। মাত্র ৮ বলে একটি করে চার-ছক্কায় অপরাজিত ১৫ রানের ইনিংস খেলেন তিনি। বলে-ব্যাটে অনন্য নৈপূণ্য প্রদর্শন করায় ম্যাচসেরার পুরস্কার ওঠে তার হাতে। তবে পুরস্কার বিতরণী মঞ্চে সব আলোচনায় থাকে সেই বোলিং। স্পিনার হিসেবে রশিদের ভাণ্ডারে কত রকমের অস্ত্র মজুত আছে? উপস্থাপকের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি পাঁচ রকমের লেগ স্পিন করতে পারি পাঁচটি ভিন্ন অ্যাকশনে। পিচের ওপর বলের বৈচিত্র্য বজায় রেখে গুড লেন্থে বল রাখি। সব মিলিয়ে সাফল্যের রহস্য কী? রশিদ জানান, প্রতি ম্যাচেই অসম্ভব পজিটিভ থাকতে চাই। এ কারণেই সম্ভবত সাফল্য পাই। এমএ/ ০৪:২২/ ০১ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2WRXEVB
April 01, 2019 at 10:55PM
06 Apr 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top