অসুস্থ হয়ে পড়ায় ফুটবল কিংবদন্তি পেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে তাঁকে প্যারিসের একটি হাসপাতালে ভর্তি করা হয়। একটি অনুষ্ঠানে অংশ নিতে প্যারিসে গিয়েছিলেন তিনি। ৭৮ বছর বয়সী পেলে মূত্রতন্ত্রের সংক্রমণে ভুগছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আশঙ্কামুক্ত আছেন পেলে। পেলের বন্ধু পেপিতো ফরনস হাসপাতালে তাঁর সঙ্গেই আছেন। তিনি জানিয়েছেন, শঙ্কার কোনো কারণ নেই। পেলে ঠিক হয়ে যাবেন। ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন পেলে। এরপরই তিনি অসুস্থ হয়ে যান। ওই অনুষ্ঠানে অংশ নিয়ে টুইট করেছিলেন পেলে। সেখানে তিনি বলেন, কিলিয়ান এমবাপ্পে আর তাঁর মা-বাবার সঙ্গে দেখা হয়েছে গত রাতে একটি অনুষ্ঠানে। আমরা খেলা নিয়ে, বিশ্বকাপ নিয়ে কথা বলেছি। এর আগে এমবাপ্পে টুইট করে বলেছেন, কিংবদন্তির সঙ্গে একটি সন্ধ্যা কাটানোর সুযোগ হয়েছে। তিনটি বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা আছে পেলের। মাত্র ১৭ বছর বয়সে স্বাদ নিয়েছেন বিশ্বকাপের। ১৯ বছর বয়সে বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেন কিলিয়ান এমবাপ্পে। গত বছর রাশিয়া বিশ্বকাপের সময় গতি আর ছন্দের জন্য সবার নজরে আসেন ফরাসি কিলিয়ান এমবাপ্পে। তাঁর দল জিতে নেয় বিশ্বকাপ। ওই সময় পেলে টুইট করে জানান, এমন অবস্থা চললে এমবাপ্পে ছাড়িয়ে যাবেন পেলেকে। তবে বিনয়ী এমবাপ্পে বিনয়ের সঙ্গেই পাল্টা টুইট করেছেন, রাজা রাজাই থাকেন। এআর/০৫ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2I3PypN
April 05, 2019 at 04:30PM
06 Apr 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top