কলকাতা, ২৬ এপ্রিল- জাল মুড়ির ঝাঁঝে মমতা বাবুল সম্পর্কের রসায়ন৷ রানিগঞ্জের প্রচারসভায় এদিন আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো৷ কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্দেশ্য করে মমতা বলেন, ওই ছেলাটা আমার নখের যোগ্য নয়৷ হিন্দিভাষী এলাকা আসানসোল৷ রুখা জমিতেই ২০১৪ সালে গায়ক বাবুল সুপ্রিয়কে কঠিন লড়াইয়ে পাঠায় বিজেপি৷ তৃণমূল প্রার্থী দোলা সেনকে হারিয়ে আসানসোলে বাজি মাত করেন বাবুল৷ উপহার হিসাবে পান মন্ত্রীত্বও৷ তারপর থেকেই কড়া মমতা বিরোধী হিসাবে দেখা যায় তাঁকে৷ মাঝে অবশ্য এক অনুষ্ঠান থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রীর সঙ্গে ঝাল মুড়িও খেতে দেখা যায় বাবুল সুপ্রিয়কে৷ জল্পনা শুরু হয় বাবুলের পদক্ষেপ ঘিরে৷ সেই ঝাল মুড়ি খাওয়াকে নিজে সৌজন্য বলে ব্যাখ্যা করেন কেন্দ্রীয় মন্ত্রী৷ কিন্তু বিজেপির অন্দর থেকেই ধিকৃত হন তিনি৷ এরপর যত দিন এগিয়েছে বাবুল সুপ্রিয় নিজেকে তুলে ধরেন তৃণমূল বিরোধী বলে৷ কথনও তৃণমূল নেত্রীর, আবার কখনও বা মমতা সরকারের নানা সিদ্ধান্তের বিরোতা করেন তিনি৷ প্রকাশ্যেও সোচ্চার তিনি৷ আসানসোলের উন্নয়নে রাজ্য সরকার ও স্থানীয় পুরনিগম তাঁকে সাহায্য করছে না বলে প্রায়ই অভিযোগ করেন বাবুল৷ সম্প্রতি ভোটের আবহে সেই ঝাঁঝ আরও বেড়েছে৷ তৃণমূলের বিরোধীতা করে বাবুল সুপ্রিয়র গাওয়া গান বেশ জনপ্রিয় হয়৷ পরে অবশ্য তৃণমূলের অভিযোগের ভিত্তিতে তাতে নিষেঝাজ্ঞা জারি করে কমিশন৷ আসানসোলের প্রচারেও দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন তিনি৷ সেই প্রসঙ্গে টেনেই এদিন তৃণমূল নেত্রী নিশানা করেন বিজেপির আসানসোলের প্রার্থীকে৷ নাম না করেই বলেন, এখানকার প্রার্থীতো নাটক করে বেড়াচ্ছে৷ বাংলার সঙ্গে তার কোনও সম্পর্ক নেই৷ বাবুল সুপ্রিয়র আচরণেরও নিন্দা করেন মুখ্যমন্ত্রী৷ বলেন, কীভাবে কথা বলতে হয় জানে না৷ ও আমাকেও গালন্দ করছে৷ আরে ও আমার নখের যোগ্য নয়৷ তুমি কে হে হনু? কত বড় হরিদাস তুমি? ঝাল মুড়ি, মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র সম্পর্ককে সরল করেছিল৷ অনেকেই ভেবেছিল তীক্ত সম্পর্ক ভুলে রাজ্য-কেন্দ্র সমীকরণ এবার অন্য খাতে বইবে৷ কিন্তু তা হয়নি৷ উলটে তা আরও ঝাল হয়েছে৷ বাবুল সুপ্রিয়ের মন্তব্য তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ তাইন স্পষ্ট করল৷ এমএ/ ১০:০০/ ২৬ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2ZBNoDq
April 27, 2019 at 04:07AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top