স্প্যানিশ লা লিগায় ৩ ম্যাচে বাকি থাকতেই নিজেদের ২৬তম শিরোপা জিতে নিয়েছে বার্সেলোনা। শনিবার রাতে নু ক্যাম্পে লিওনেল মেসির এক মাত্র গোলে লেভান্তেকে হারিয়ে লিগের মুকুটটি তুলে নিলো কাতালান দলটি। আগামী বুধবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে লিভারপুলের বিপক্ষে নামার আগে টানা দ্বিতীয়বারের মতো স্পেনের সর্বোচ্চ শিরোপাটি আদায় করলো ব্রাউগ্রানারা। নিজেদের মাঠে প্রথমার্ধ গোল শূন্য ড্রতে শেষ হয়। বিরতির পর বদলি হিসেবে নেমেই বাজিমাত করেন মেসি। ৬২তম মিনিটে আরতুরো ভিদালের বাড়ানো বল পেয়ে লেভান্তের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোল তুলে নেন আর্জেন্টাইন মহাতারকা। এ নিয়ে ক্লাব ক্যারিয়ারের ৫৯৮ তম গোল তুলে নিলেন পাঁচবারের ব্যালন ডিঅর জয়ী মেসি। লেভান্তের বিপক্ষের এই গোলটি চলতি মৌসুমে স্প্যানিশ লিগে ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ডের ৩৪ তম গোল। এই জয়ের পর ৩৫ ম্যাচ শেষে মেসি নেতৃত্বাধীন দলটির মোট পয়েন্ট ৮৩। সমান সংখ্যক ম্যাচ খেলে অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৭৪। এক ম্যাচ খেলে রিয়াল মাদ্রিদ ৬৫ পয়েন্ট তুলতে সক্ষম হয়েছে। অ্যাথলেটিকো ও রিয়াল রয়েছে যথাক্রমে দুই ও তিন নম্বর অবস্থানে। সূত্র: আরটিভি আর এস/ ২৮ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2V3Pf5h
April 28, 2019 at 04:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top