ভোটের আগে কালো টাকার খোঁজে উত্তরবঙ্গে এলেন আয়কর দপ্তরের কর্তা

শিলিগুড়ি, ৫ এপ্রিলঃ লোকসভা ভোটের আগে কালো টাকার খোঁজে উত্তরবঙ্গে এলেন আয়কর দপ্তরের প্রিন্সিপাল ডিরেক্টর আশিস ভার্মা। শুক্রবার শিলিগুড়িতে এসে তিনি এক সাংবাদিক বৈঠকে বলেন, ‘উত্তরবঙ্গে এখনও পর্যন্ত প্রায় কোটি টাকা উদ্ধার করা হয়েছে। এরমধ্যে বৃহস্পতিবার শিলিগুড়ি থেকে ৪০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। সম্প্রতি আলিপুরদুয়ার থেকে ৫৪ লক্ষ টাকা, খড়িবাড়ি থেকে ৮ লক্ষ টাকা, জলপাইগুড়ি থেকে ১৬ লক্ষ টাকা এবং বালুরঘাট থেকে ২৩ লক্ষ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়াও মালদায় দুটি জনধন অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে যেখানে প্রচুর টাকার লেনদেন হয়েছে বলে জানা গিয়েছে।’ এই কালো টাকা রুখতে আয়কর দপ্তর তত্পর বলে জানিয়েছেন আশিসবাবু।

The post ভোটের আগে কালো টাকার খোঁজে উত্তরবঙ্গে এলেন আয়কর দপ্তরের কর্তা appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2FXlDfg

April 05, 2019 at 02:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top