মালদা, ১২ এপ্রিলঃ আগামী ২৩ এপ্রিল মালদার দুই কেন্দ্রে নির্বাচন। তার আগে জেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ও বহিরাগতদের বেআইনি সামগ্রি নিয়ে প্রবেশ রুখতে তৎপর জেলা নির্বাচন কমিশন। নির্বাচনের দিন এগিয়ে আসতেই জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে নাকা চেকিং ও নজরদারি। বিভিন্ন নাকা চেকিং পয়েন্টগুলিতে আগেই বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। শুক্রবার পুরাতন মালদার ঝাঁঝরা মোড়ে নাকা চেকিং শুরু করে মালদা থানার পুলিশ ও নির্বাচন কমিশনের এসএসটি সেল। এদিন সকাল থেকে ৩৪ নম্বর জাতীয় সড়কে নজরদারি চালানো হয়। গাড়িগুলিতে চলে চিরুনি তল্লাশি। আগামী দিনেও জেলাজুড়ে এমন অভিযান চালানো হবে বলে জানান পুলিশ ও নির্বাচন কমিশনের কর্মীরা।
সংবাদদাতাঃ হরষিত সিংহ
The post নির্বাচনের আগে মালদার বিভিন্ন প্রান্তে চলছে নাকা চেকিং appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2GbSVYc
April 12, 2019 at 07:05PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন