কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি পাল্টেছে। নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন রিকি স্কেরিট। এরপরেই পরিবর্তনের হাওয়া বইছে ক্যারিবীয় ক্রিকেটে। বিতর্কিত হেড কোচ রিচার্ড পাইবাসকে সরিয়ে দেওয়ার কথা জোড়ালোভাবেই শোনা যাচ্ছে। স্টুয়ার্ট ল এর জায়গায় তার নিয়োগের পর থেকে নানা সমালোচনা চলছিলো। কারণ সাবেক এই বাংলাদেশ কোচের কারণেই বর্তমান উইন্ডিজ ক্রিকেটের অভিজ্ঞ অনেকে দলছাড়া। তার পুনরায় নিয়োগের পর অনেকেই বিষয়টা ভালো চোখে নেননি। এই অবস্থায় বোর্ড প্রধান পরিবর্তন হয়েছে বলে তারাও তাকে রাখার পক্ষে নন। অবশ্য তার মেয়াদ ছিলো বিশ্বকাপের পর জুলাইয়ে ভারত সফর পর্যন্ত। অবশ্য স্টুয়ার্ট ল চলে যাওয়ায় তার বদলে কোচ হওয়ার পর উন্নতির পথে আছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয় এবং ওয়ানডে সিরিজ শেষ হয়েছে ২-২ সমতায়। তারপরেও কোচ নিয়ে নিজেদের নীতিগত অবস্থানে অনড় স্কেরিট জানালেন, ক্রিকেট নিয়ে একটি রিভিউ প্রক্রিয়াধীন আছে। মঙ্গলবার বোর্ড সভার পরই আনুষ্ঠানিক ঘোষণা। এরফলে আগে নিয়োগ পাওয়া সহকারী কোচ মুশতাক আহমেদের পদটিও এখন নড়বড়ে। তবে মুশতাককে নিয়ে নিশ্চিত করে কিছুই জানায়নি ক্যারিবীয় বোর্ড। বেশ অনেক বছর ধরেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের সঙ্গে যুক্ত পাইবাস। ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত ছিলেন বোর্ডের ক্রিকেট পরিচালক। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে হয়েছেন এইচপি পরিচালক। আর ক্রিকেট পরিচালক থাকাকালীন সময়েই যত বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। তার করা কিছু নীতি মালার কারণে এখন ওয়েস্ট ইন্ডিজের অনেক তারকা ক্রিকেটারই জাতীয় দলে নেই। তিনি নিয়ম করেছিলেন জাতীয় দলে খেলতে হলে ঘরোয়া ক্রিকেটে বাধ্যতামূলকভাবে খেলতে হবে। আর/০৮:১৪/০৭ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2FYQfx1
April 07, 2019 at 08:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top