মুম্বাই, ১৫ এপ্রিল- বলিউডের অভিনেত্রী আলিয়া ভট্ট। ৭ বছরেই কেরিয়ারের শীর্ষে পৌঁছেছেন তিনি। বিভিন্ন রকম ছবিতে তার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। যার কারণে নানা সময়ে সংবাদের শিরোনাম হয়েছেন এই নায়িকা। তবে সম্প্রতি ভিন্ন এক কারণে সংবাদের শিরোনামে এসেছেন এই বলি অভিনেত্রী। চলছে ভারতের লোকসভা নির্বাচন। ভোটের আলোচনায় সরগরম সব মহল। তার আঁচ পড়েছে সিনে ইন্ডাস্ট্রিতেও। কিন্তু ভোটের বাজারে আলিয়া একটি চরম সত্যি প্রকাশ্যে শেয়ার করলেন।আলিয়া জানান তিনি চলতি লোকসভা নির্বাচনে ভোটদানে অক্ষম। এদিকে সামনেই মুক্তি পাবে আলিয়ার কলঙ্ক। সে ছবির প্রচারে গিয়েও সোনাক্ষী সিনহা, বরুণ ধাওয়ান, আদিত্য রায় কাপুররা ভোট দেওয়ার পক্ষে। ঠিক এসময়ই আলিয়া বললেন তিনি ভোট দিতে পারবেন না। এর কারণ জানতে চাওয়া হলে আলিয়া জানান তিনি ব্রিটিশ নাগরিক। আলিয়ার মা সোনি রাজদানও ব্রিটিশ নাগরিক। জন্মসূত্রে আলিয়াও ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছিলেন। ফলে ভারতীয় নাগরিকত্ব এবং পাসপোর্ট না হলে ভারতীয় গণতন্ত্রের কোনো নির্বাচনেই তিনি অংশ নিতে পারবেন না। আর/০৮:১৪/১৫ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2PbCNKg
April 16, 2019 at 01:04AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top