কার্তিক দাস, খড়িবাড়িঃ খড়িবাড়িকে নির্মল ব্লক হিসাবে ঘোষণা করা হলেও তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ব্লকের রানিগঞ্জ-পানিশালি গ্রাম পঞ্চায়েতের আলোকঝাড়ি গ্রামের বাসিন্দাদের অভিযোগ, সংখ্যালঘু অধ্যুষিত এই গ্রাম নির্মল স্বীকৃতি পেলেও আজও ৩০-৩৫টি বাড়িতে শৌচালয় নেই। বাধ্য হয়ে এলাকার অনেকেই খোলা মাঠে শৌচকর্ম সারেন। সরকারি শৌচালয় তৈরির জন্য ছয়-সাত মাস আগে গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজারের কাছে ৯৫০ টাকা করে জমা দেওয়া সত্ত্বেও অনেকের বাড়িতে শৌচালয় তৈরি হয়নি বলে তাঁরা অভিযোগ জানান। দার্জিলিং জেলা প্রশাসনের তরফে জানুয়ারিতে এই পঞ্চায়েকে নির্মল ঘোষণা করা হয়। এই অবস্থায় জেলা প্রশাসনের দেওয়া এই স্বীকৃতি নিয়ে প্রশ্ন উঠেছে। আলোকঝাড়ি গ্রামের বেশকিছু বাড়িতে শৌচালয় না থাকার খবর শুনে খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল সরকার রীতিমতো বিস্মিত হন। তিনি বলেন, সমীক্ষা ও গ্রাম পঞ্চায়েতের রিপোর্টের উপর ভিত্তি করে খড়িবাড়িকে নির্মল ব্লক ঘোষণা করা হয়। এলাকায় দুটি কমিউনিটি টয়লেট তৈরির পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। পাশাপাশি, ভোটের পর সমস্ত সমস্যা মেটানোর চেষ্টা হবে বলে তিনি আশ্বাস দেন।
খড়িবাড়ি ব্লকে চারটি গ্রাম পঞ্চায়েত রয়েছে। খড়িবাড়ি, বুড়াগঞ্জ, রানিগঞ্জ-পানিশালি ও বিন্নাবাড়ি। অন্য গ্রাম পঞ্চায়েতে কমবেশি এই সমস্যা থাকলেও বেশকিছু বাড়িতে শৌচালয় না থাকার বিষয়টি রানিগঞ্জ-পানিশালির ক্ষেত্রেই বেশি করে প্রকট হয়েছে। এই পঞ্চায়েতের অন্তর্গত আলোকঝাড়ি গ্রামের বাসিন্দা মহম্মদ তাসলিমের বক্তব্য, শৌচালয় তৈরির জন্য এলাকার অনেকই ছয়-সাত মাস আগে গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজারকে ৯৫০ টাকা করে জমা দিয়েছেন। অথচ আজ পর্যন্ত তাঁদের বাড়িতে শৌচাগার তৈরি করে দেওয়া হয়নি। গ্রামটিতে প্রায় ২০০টি ঘর রয়েছে। প্রায় ৭০০ বাসিন্দা রয়েছেন। এলাকাবাসী মহম্মদ কালু বলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে তড়িঘড়ি খড়িবাড়ি ব্লককে নির্মল ঘোষণা করা হলেও শুধুমাত্র আলোকঝাড়ি গ্রামেই ৩০-৩৫টি বাড়িতে আজও শৌচালয় না থাকার বিষয়টি কিছুতেই মেনে নেওয়া যায় না। শৌচালয় না থাকায় শৌচকর্মের জন্য বাসিন্দাদের অনেকেই বাধ্য হয়ে পার্শ্ববর্তী স্বর্ণমতী নদীর ধার বা মাঠঘাটে যাচ্ছেন বলে মহম্মদ কফিল, মহম্মদ আমিনুদ্দিন, মহম্মদ মুস্তাফার মতো অনেকেই অভিযোগ জানান। গ্রামবাসীরা জানান, আর্থিকভাবে দুর্বল বহু পরিবার শৌচালয় তৈরির জন্য নির্দিষ্ট টাকা সময় মতো সংশ্লিষ্ট দপ্তরে জমা করতে পারেনি। আবার অনেক বাড়িতেই শৌচালয় তৈরির জন্য পর্যাপ্ত জায়গার অভাব রয়েছে। তাই এলাকায় দুটি কমিউনিটি টয়লেট তৈরির দাবি জানানো হয়েছে।
আলোকঝাড়ি গ্রামের বেশ কয়েকটি বাড়িতে শৌচালয় না থাকার বিষয়টি রানিগঞ্জ-পানিশালি গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবতোষ মণ্ডল স্বীকার করে নেন। তিনি বলেন, সম্প্রতি বেশ কয়েকটি যৌথ পরিবার আলাদা হওয়ায় এবং অনেকে সুলভ শৌচালয়ে জন্য নির্ধারিত টাকা জমা দিতে না পারায় ওই এলাকায় একটা সমস্যা তৈরি হয়েছে। এলাকার মানুষের স্বার্থে একটি কমিউনিটি টয়লেট তৈরির প্রস্তাব নেওয়া হলেও ভোট পড়ে যাওয়ায় সেটির কাজ শুরু করা যায়নি বলে ভবতোষবাবু জানান। শৌচালয় তৈরির টাকা নিয়ে গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজার কোনো অনিয়ম করে থাকলে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
The post খড়িবাড়ি ব্লকের নির্মল তকমা নিয়ে প্রশ্ন appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2D3BOak
April 10, 2019 at 01:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন