মুম্বাই, ০৬ এপ্রিল- ভারতের ব্যাটসম্যান কে এল রাহুল মেয়েদের খুব সম্মান করে। চ্যাট শো-এ রাহুল এবং হার্দিক পান্ডিয়ার মন্তব্য নিয়ে যেভাবে দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছিল সেটা দেখে খারাপ লেগেছে তার। শুক্রবার (৫ এপ্রিল) বললেন কিংস ইলেভেন পাঞ্জাবের মালকিন প্রীতি জিনতা। এই বিতর্কের জেরে রাহুল এবং হার্দিককে নির্বাসিত করা হয়েছিল। পরে অবশ্য তাদের নির্বাসন উঠে যায়। তবে এখনও ভারতীয় বোর্ডের তদন্ত চলছে এই ব্যাপারে। প্রীতি বলেন, রাহুলকে আইপিএলে ছন্দে ফিরতে দেখে দারুণ লাগছে। মানুষ হিসেবেও রাহুল ভীষণ ভালো। অতীতে যা হয়েছে সেটা খারাপ লেগেছে আমার। ও মেয়েদের খুব সম্মান করে। তাই জানি না কীভাবে এ সব ঘটে গেল। তবে মানুষ তো এ ভাবেই শিক্ষা নেয়। বলিউডের নায়িকা হিসেবে অর্থ এবং খ্যাতি কীভাবে সামলাতে হয় প্রীতি সেটা জানেন এবং তার দলের তরুণ ক্রিকেটারদের সঙ্গে সেই অভিজ্ঞতাও তিনি ভাগ করে নেন। তিনি বলেন, আমাদের এই নিয়ে আলোচনা হয়। জীবনে ভুল না করলে কখনও শিক্ষা নেওয়া যায় না। কিংস ইলেভেন পাঞ্জাবের ড্রেসিংরুমে সবচেয়ে মজার মানুষ কে জানতে চাইলে বলিউড তারকা বলেন, আমার সবচেয়ে পছন্দের ক্রিস গেইল। যেভাবে ও চলে, যে ভাবে খেলে, দলের তরুণদের সঙ্গে যেভাবে মেশে ও সত্যিকারের একজন সুপার স্টার। ভীষণ বিনয়ী। সময় মেনে চলে। একই সঙ্গে মজার মানুষও। পাশাপাশি তিনি বলেন তার দলের লক্ষ্য এখন আইপিএল ট্রফি জয়। বলেন, আমি ট্রফিটা জিততে চাই। বিশেষ করে আমাদের পঞ্জাবের সমর্থকদের জন্য। যেখানকার মানুষদের মন খুব বড়। আমাদের সমর্থকদের এটা পাওনা। আশা করি এ বার আমরা ট্রফিটা জিতব। আর এস/ ০৬ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2If53dO
April 06, 2019 at 10:09PM
06 Apr 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top