কলকাতা, ০৯ এপ্রিল- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিচারকরা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহারের রাসমেলার মাঠের জনসভায় সরাসরি প্রধানমন্ত্রীর নাম ধরে মমতা বলেন, মোদিবাবু, বেঁচে যদি থাকি, ইঞ্চিতে ইঞ্চিতে কড়ায় গণ্ডায় তোমার হিসেব নিয়ে ছাড়ব। যত চুরি করেছ, যত ডাকাতি করেছ, যত খুন করেছ, তার ইঞ্চিতে ইঞ্চিতে বিচার হবে। ৫৬ ইঞ্চি আর দেখিও না। এরপরই ভোটারদের কাছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আবেদন, ওই বিষাক্ত চোখ, বিষাক্ত নিঃশ্বাসের বিরুদ্ধে ভোট দেবেন। এমন ভাবে ভোট দিন যাতে বাংলার মানুষের দিকে ওরা (মোদির দল বিজেপি) তাকানোর সাহস না পায়। এরই সঙ্গে মহাভারতের কৌরব-চরিত্রের প্রসঙ্গ টেনে মমতা বলেন, সুশাসন নিয়ে আসবেন বলছেন কিন্তু আপনিই তো দুঃশাসন। বিজেপিতে দুজন রয়েছেন দুর্যোধন ও দুঃশাসন। আপনি আর আপনার দলের সভাপতি (অমিত শাহ)। রোববার মোদি এই রাসমেলার মাঠ থেকেই মমতাকে আক্রমণ করে ভোটের পরে বেআইনি অর্থ লগ্নি সংস্থা-দুর্নীতিতে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। ২৪ ঘণ্টা পরে প্রধানমন্ত্রীকে পাল্টা হুঙ্কার দিলেন মমতা। তিনি বলেন, এই ভোটটা কি আমার ভোট? এরপর উত্তর দেন নিজেই। বলেন, এটা দিল্লিতে বদলের ভোট। আপনারই কৈফিয়ত দেওয়ার কথা। আর আপনি আমার কাছে কৈফিয়ত চাইছেন? তার দল তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতাকে সিবিআই গ্রেফতার করেছে। কয়েক জন ইতিমধ্যেই জেলেও থেকেছেন। মমতার অভিযোগ, আমাদের সময়ে সারদা হয়নি। সিপিএমের সময়ে হয়েছে। একজন কমরেডকেও গ্রেপ্তার করেছেন? কেন করেননি এতদিন? এসময় তার দল থেকে বিজেপিতে যাওয়া মুকুল রায়কে ইঙ্গিত করে মমতা বলেন, আপনি কাকে সঙ্গে নিয়ে সভা করেছেন কাল? বাংলায় সার্বিক ভাবে যে উন্নয়ন হয়েছে, তার খতিয়ান দিয়ে মোদিকে ফের আক্রমণ করে মমতা বলেন,আমি যা কাজ করেছি তার এক শতাংশও করে দেখাতে পারবেন? এক শতাংশ? লজ্জা করে না? লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে মমতা-মোদির এই দ্বৈরথের মধ্যে এ রাজ্যের বেশ কিছু অফিসার রদবদল করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সেই বদল কেন্দ্রের অনুমোদনেই বলে গত দুদিন ধরে তোপ দাগছেন মমতা। এ দিনের জনসভাতেও সেই প্রসঙ্গ টেনে আনেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ভয় দেখিয়ে চোখ রাঙিয়ে কিছু হয় না। আর/০৮:১৪/০৯ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Umst8a
April 09, 2019 at 07:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top