লেনেসিয়া, ২৭ এপ্রিল- আফ্রিকাতে সন্ত্রাসীদের গুলিতে টাঙ্গাইলের মির্জাপুরের ফিরোজ মো. শিমুলের (২৬) মৃত্যু হয়েছে। সে মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের মো. হুমায়নের ছেলে। তিনি শিমুল দক্ষিণ আফ্রিকার লেনেসিয়া শহরে দীর্ঘ ১০ বছর ধরে দোকান পরিচালনা করে আসছিল। পরিবার সূত্রে জানা যায়, গত ১০ বছর ধরে দক্ষিণ আফ্রিকাতে দোকান করে আসছিলেন শিমুল। তবে জীবনের ঝুঁকি থাকার কারণে শুরুতেই শিমুল তার মাকে দেশে বেঁচে ফেরার আশা ছেড়ে দিতে বলেছিলেন। গত ৩ মাস পূর্বে তিনি বাড়িতে জানায়, বিয়ের জন্য দেশে ফিরবে। আর তাই সকল কেনাকাটাও সেরে নিয়েছেন। আফ্রিকাতে শুক্রবার ও শনিবার দুদিন সরকারি ছুটি থাকায় দোকানে বেশ ভালো বিক্রি হয়েছে। তাই গত ২৩ এপ্রিল দোকানের ৪ দিনের বিক্রির জমানো (আফ্রিকার ৯০ র্যাঞ্জ) বাংলাদেশের ৬ লাখ টাকা ব্যাংকে জমা রাখার উদ্দেশ্যে রওনা হন। টাকা নিয়ে লেনেসিয়া শহরের আফসা ব্যাংকের সামনে পৌঁছালে সন্ত্রাসীরা তাকে উদ্দেশ্য করে গুলি করে এবং সাথে থাকা সকল টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে শিমুলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শুক্রবার (২৬ এপ্রিল) ভোর রাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন। পরে সকাল ১০টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। এমএ/ ০৮:১১/ ২৭ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2GOrjtP
April 28, 2019 at 02:11AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top