ঢাকা, ০৬ এপ্রিল- ঢাকাই ছবির কুইন বলা হয় তাকে। মিষ্টি হাসি আর সাবলীল অভিনয় দিয়ে বাংলা চলচ্চিত্রের দর্শকদের মনে রানী হয়ে আছেন। তিনি আর কেউ নন তিনি অপু বিশ্বাস। নানা জটিলতার কারণে বেশ কিছুদিন চলচ্চিত্র থেকে দূরে ছিলেন এই নায়িকা। সবকিছু ছাপিয়ে আবারো নতুন উদ্যমে কাজে ফিরেছেন তিনি। বিজ্ঞাপন ও নতুন ছবি নিয়ে বেশ ব্যস্ত সময় কাটছে অপু বিশ্বাসের। এর মাঝেই অপু ভক্তদের জন্য সুখবর এলো। রাজনীতি চলচ্চিত্র দিয়ে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জমা হয়েছে তার ঝুলিতে। গর শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)- এর সুবর্ণ জয়ন্তী। আর এই সুবর্ণ জয়ন্তী ঘিরে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের। সংগঠনটির ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে বিগত পাঁচ বছরের পুরস্কার প্রদান করা করা হয়েছে। আর সেই অনুষ্ঠানেই রাজনীতি চলচ্চিত্র দিয়ে বাচসাস শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান। এ প্রতিবেদকের সঙ্গে আলাপ হলে অপু বিশ্বাস বলেন, যে কোন পুরস্কার প্রাপ্তি সব সময়ই আনন্দের। আর একটি পুরস্কার প্রাপ্তি ভালো কাজ করার গতি অনেক বাড়িয়ে দেয়। আমি আমার ভক্তদের কাছে কৃতজ্ঞ যাদের ভালোবাসায় আজকে এই পুরস্কার আমার হাতে। পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাই বাচসাস পরিবারকে। এদিকে একই ছবির জন্য পুরস্কার পান ছবির নির্মাতা বুলবুল বিশ্বাস। পার্শ্ব চরিত্রের জন্য আনিসুর রহমান মিলন ও শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে আসাদুজ্জামান মজনু। উল্লেখ, ২০১৭ সালে ঈদ উল ফিতরে মুক্তি পায় রাজনীতি ছবিটি মুক্তি পায়। ছবিতে জুটি বেঁধে ছিলেন সুপার স্টার শাকিব খান ও অপু বিশ্বাস। ছবিতে শাকিব খান ও অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করেছিলেন আনিসুর রহমান মিলন, আলী রাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া প্রমুখ। আর/০৮:১৪/০৬ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2uRRFEg
April 06, 2019 at 07:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top