ঢাকা, ১৭ এপ্রিল,- বাংলাদেশের জনপ্রিয় নায়ক ফেরদৌস। চলচ্চিত্র ক্যারিয়ারে বেশ অনেক গুলো কলকাতার ছবিতে অভিনয় করেছেন তিনি। আর তাইতো বাংলাদেশের পাশাপাশি ওপার বাংলাতেও বেশ জনপ্রিয় তিনি। তাই তো কলকাতায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর নির্বাচনী প্রচারণায় গত রোববার ভারতে চলমান লোকসভার নির্বাচনী অংশ নিয়ে ছিলেন ফেরদৌস। আর তাতেই চটেছিলেন বিজেপি। তাকে ভিসার নিয়ম লঙ্ঘন করার অপরাধে গ্রেপ্তার করা উচিত বলে দাবি করছিলেন বিজেপি। বেয়াইনি ভাবে প্রচারনায় অংশ নেয়ার জন্য গত মঙ্গলবার মডেল কোড অফ কন্ডাক্ট ভাঙার অভিযোগে তার ভিসা বাতিল করে তাকে দেশে ফিরে যেতে বলেছিলেন বাংলাদেশ হাইকমিশন। অবশেষে মঙ্গলবার রাতে বাংলাদেশ ফিরেছেন হঠাৎ বৃষ্টি খ্যাত নায়ক ফেরদৌস। কলকাতায় থাকায় দেশের গণমাধ্যমের সঙ্গে তেমন ভাবে বিস্তারিত কথা বলতে পারেননি ফেরদৌস। ভারত থেকে বাংলাদেশে আসার পর বুধবার মুখ খুললেন ফেরদৌস। ফেরদৌস জানান পরিচিত এক প্রযোজকের অনুরোধ রাখতে গিয়ে তিনি দলটির প্রচারে নেমেছিলেন। ফেরদৌস বলেন, কোনো রাজনৈতিক দলের প্রচারে অংশ নিতে ভারতে যাননি। বরং সপ্তাহখানেক আগে নির্মল চক্রবর্তীর দত্তা নামের একটি চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে কলকাতায় গিয়েছি। বোলপুরে ছবিটির শুটিং চলছিল। আমার এক পরিচিত প্রডিউসারের অনুরোধে তৃণমূলের প্রচারে যোগ দিয়েছিলাম। আর কিছু না। উল্লেখ,পশ্চিমবঙ্গের রায়গঞ্জে কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সমর্থনে একটি রোডশো করেন ফেরদৌস। সঙ্গে ছিলেন টলিউডের নায়ক অঙ্কুশ ও নায়িকা পায়েল। শুধু রোডশো করেননি, তৃণমূল প্রার্থী কানাইয়ালাকে ভোট দেওয়ার আহ্বানও জানান এই বাংলাদেশি তারকা। এমএ/ ০৭:০০/ ১৭ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2vblQXf
April 18, 2019 at 01:23AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন