ঢাকা, ০৯ এপ্রিল- ৩০ মে ইংল্যান্ডে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট ২০১৯। আসন্ন বিশ্বকাপ সামনে রেখে ইতিমধ্যেই দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। আগামী ১৮ এপ্রিল বিশ্বকাপের দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটি নিশ্চিত করেছেন জাতীয় দলের সহকার নির্বাচক হাবিবুল বাশার সুমন। বিশ্বকাপ উপলক্ষ্যে আইসিসির নিয়ম অনুযায়ী ২৩ এপ্রিলের মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে অংশ গ্রহণকারী ১০টি দলকে। আগামী সোমবার দল ঘোষণা করার কথা রয়েছে ভারতের। তবে বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন এটা নিয়ে সম্প্রতি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, বাইর থেকে হঠাৎ করে কেউ এসে যে বিশ্বকাপ খেলবে সেই সুযোগ আমি দেখছি না। যারা নিয়মিত খেলে তারাই দলে সুযোগ পাবে। বিশ্বকাপ দল নিয়ে বিসিবি সভাপতি প্রাথমিক ধারণা দেন। পাপনের ভাষ্যমতে এবারের বিশ্বকাপে থাকতে পারেন- তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন, সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকতরা। প্রসঙ্গত, আগামী ২ জুন বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সূত্র: যুগান্তর এমএ/ ১০:০০/ ০৯ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2UbRlLa
April 10, 2019 at 04:06AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top