মন্ত্রীকে কাছে পেয়ে জল, শৌচালয় ও রাস্তা তৈরির দাবি চা শ্রমিকদের

মেটেলি, ৫ এপ্রিলঃ মন্ত্রীকে কাছে পেয়ে জল, শৌচালয় ও রাস্তা তৈরির দাবি জানালেন মহিলা চা শ্রমিকেরা। শুক্রবার মেটেলি ব্লকের বাতাবাড়ি চা বাগানে শ্রমিকদের কাছে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দশরথ তির্কির সমর্থনে প্রচারে এসেছিলেন সেচ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। সেই সময় বেশ কয়েকজন মহিলা শ্রমিক রাজীব বাবুর কাছে অভিযোগ করে বলেন, বাগানে যাতায়াতের রাস্তা একেবারেই খারাপ। প্রায় আট কিমি হেটে এসে কাজ করতে হয়। এছাড়াও বাড়িতে শৌচালয় নেই, বিশুদ্ধ পানীয় জল নেই। যদিও নির্বাচনের পর সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন মন্ত্রী। এদিন মন্ত্রী চা শ্রমিকদের কাছে এই কেন্দ্রের প্রার্থী দশরথ তির্কিকে ভোট দেওয়ার আবেদন জানান। পাশাপাশি কেন্দ্রের মন্ত্রীদের এক হাত নিয়ে বলেন, ওনাদের মতো আমরা মিথ্যা প্রতিশ্রুতি দিই না। যা বলি তা করে দেখাই। এছাড়াও রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তিনি শ্রমিকদের কাছে তুলে ধরেন। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন বিধায়ক শুক্রা মুন্ডা, ব্লক তৃণমূল সভাপতি সোনা সরকার সহ অন্যান্য তৃণমূল নেতারা।

সংবাদদাতাঃ রহিদুল ইসলাম

The post মন্ত্রীকে কাছে পেয়ে জল, শৌচালয় ও রাস্তা তৈরির দাবি চা শ্রমিকদের appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2FPP4zY

April 05, 2019 at 06:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top